‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ’
- আপডেট সময় : ০৯:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তরুণদের কেউ যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাকে স্বাগত জানাবে বিএনপি। তবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সুযোগ তৈরি করে দেয়া।’ এছাড়া নির্বাচন ইস্যুতে কথা বলেছেন, দলের কেন্দ্রীয় নেতারা।
৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার পতনে পট পরিবর্তন হয় রাজনীতির। এরপর থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। নির্বাচন, সংস্কারসহ নানা মন্তব্যে যখন রাজনীতির মাঠ উত্তাল, তখন সে মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক দল গঠন কেন্দ্র করে।
আজ (শনিবার, ২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শিক্ষক কর্মচারী ঐক্য জোট প্রীতি সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্যেও প্রাধান্য পায় সেসব বিষয়।
এসময় নির্বাচনের জন্য রাজপথে নামার হুঁশিয়ারি দেন নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে। ছাত্ররা ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল আমি শিক্ষক হিসেবে বিশ্বাস করি সেই প্রত্যেক শিক্ষার্থীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে।’
নেতাকর্মীদের বক্তব্য শেষে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটিরই পক্ষে।
তিনি বলেন, ‘নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম কার্যকর হাতিয়ার। নির্বাচন নিয়ে বির্তক সৃষ্টি করা মানে নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাস্টিটদের অবস্থান শক্তিশালী করা।’
তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে। এমনকি নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করা বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা কুতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি।’