সরকারের মধ্যে এক এগারোর সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের মধ্যে এক এগারোর সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার সকালে নয়াপল্টনে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
এ সময় শেখ হাসিনা পুরো জিয়া পরিবারের নাম নিশানা রাখতে চায়নি উল্লেখ করে রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।
গত ১৬ বছরে গণতান্ত্রিক নির্বাচনের অধিকার থেকে জনগণ বঞ্চিত হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।