সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের
- আপডেট সময় : ০২:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে
সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। কারণ, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে জ্যোতিরা। সিরিজ নির্ধারণী লড়াইয়ে ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ১৩৫ বল হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছায় ক্যারিবীয়রা।
সরাসরি বিশ্বকাপে খেলতে হলে হার এড়াতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণ মাথায় নিয়ে উইন্ডিজের বিপক্ষে খেলতে নামে জ্যোতিরা। তবে, সিরিজের শেষ ওয়ানডেতে হেরে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করলো লাল-সবুজের দল।
সেন্ট কিটসে লড়াইটা হয়েছে একপেশে। নিজেদের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। দলীয় ৬ রানে বিদায় নেন ওপেনার মুর্শিদা।
যদিও, ফারজানা আর শারমিন দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রান করে চাপ সামাল দেন। শারমিন ব্যক্তিগত ৩৭ ও ফারজানা ২২ রানে আউট হলে অধিনায়ক জ্যোতি রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন। তবে, ইনিংস বড় করতে পারেননি। আগের ম্যাচে ফিফটি হাঁকানো ব্যাটার এদিন ১১ রানেই সাজঘরে ফেরেন।
৯৪ রানে ৪ উইকেট পতনের পর তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। রানের খাতা খুলতে ব্যর্থ চার ব্যাটার। মাত্র ২৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১১৮ রানেই থেমে যায় সফররতদের ইনিংস।
সহজ লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়নি ক্যারিবীয়দের। ২৭.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। ২-১ ব্যবধানে সিরিজ হারায় বিশ্বকাপের জন্য বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে।
বিশ্ব আসরে খেলা নিশ্চিত করার লড়াইয়ে জ্যোতিদের প্রতিপক্ষ উইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড , স্কটল্যান্ড ও থাইল্যান্ড। ছয় দল থেকে দুটি দেশ পাবে বিশ্বকাপে খেলার টিকিট।
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ টেবিলে সাত নাম্বারে বাংলাদেশ। টেবিলের প্রথম ৬ দল সরাসরি খেলবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ।