ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৪ বন্দির বিনিময়ে মুক্তি পেয়েছে ২শ’ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এবার ২০০ ফিলিস্তিনিতে মুক্তি দিয়েছে ইসরায়েল। আজ শনিবার তাঁদের মুক্তি দেওয়া হয়। জিম্মি থাকা চারজন ইসরায়েলি নারী সেনাকে হামাস মুক্তি দেওয়ার পর এদের ছেড়ে দিয়েছে ইসরায়েল। মুক্ত হয়ে তারা অধ্যুষিত পশ্চিম তীরে যাওয়ার পর সেখানে সবাই উল্লাসে ‘আল্লাহু আকবার’ বলে ধ্বনি শুরু করে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজায় যুদ্ধবিরতির অধীনে এবার যারা হামাসের কাছ থেকে মুক্তি পান তাঁরা হলেন—করিনা আরিভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নামা লেভি (২০) ও লিরি আলবাগ (১৯)।

গত ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

৪ বন্দির বিনিময়ে মুক্তি পেয়েছে ২শ' ফিলিস্তিনি

এরপর আজ শনিবার দ্বিতীয় পর্বে জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করে হামাস। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, প্রথমে নারী বেসামরিক নাগরিক, তারপর নারী সৈন্য, তারপর বয়স্ক এবং তারপর যারা অত্যন্ত অসুস্থ বলে মনে করা হবে, তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৪ বন্দির বিনিময়ে মুক্তি পেয়েছে ২শ’ ফিলিস্তিনি

আপডেট সময় : ১০:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এবার ২০০ ফিলিস্তিনিতে মুক্তি দিয়েছে ইসরায়েল। আজ শনিবার তাঁদের মুক্তি দেওয়া হয়। জিম্মি থাকা চারজন ইসরায়েলি নারী সেনাকে হামাস মুক্তি দেওয়ার পর এদের ছেড়ে দিয়েছে ইসরায়েল। মুক্ত হয়ে তারা অধ্যুষিত পশ্চিম তীরে যাওয়ার পর সেখানে সবাই উল্লাসে ‘আল্লাহু আকবার’ বলে ধ্বনি শুরু করে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজায় যুদ্ধবিরতির অধীনে এবার যারা হামাসের কাছ থেকে মুক্তি পান তাঁরা হলেন—করিনা আরিভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নামা লেভি (২০) ও লিরি আলবাগ (১৯)।

গত ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

৪ বন্দির বিনিময়ে মুক্তি পেয়েছে ২শ' ফিলিস্তিনি

এরপর আজ শনিবার দ্বিতীয় পর্বে জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করে হামাস। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, প্রথমে নারী বেসামরিক নাগরিক, তারপর নারী সৈন্য, তারপর বয়স্ক এবং তারপর যারা অত্যন্ত অসুস্থ বলে মনে করা হবে, তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।