অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা ধরে রাখলেন সিনার
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককের শিরোপা জিতেছেন ইতালির ইয়ানিক সিনার। মেলবোর্নের রড লেবার অ্যারিনায় পুরুষ এককের ফাইনালে ইতালির ইয়ানিক সিনার ৩-০ সেটে হারিয়েছেন জার্মানির আলেক্সেন্ডার জভরেভকে।
ম্যাচের শুরু থেকেই সিনার আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। প্রথম সেট সিনার জেতেন ৬-৩ গেমে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেট টাইব্রেকে গড়ালেও সিনার জেতেন। শেষ সেট সিনার ৬-৩ গেমে জিতে শিরোপা নিশ্চিত করেন। একপেশে ফাইনাল খেলে ইয়ানিক সিনার টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন।
গত বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনও জিতেছিলেন সিনার। তিনটি গ্র্যান্ডস্ল্যাম টেনিসের ফাইনাল খেলে সিনার সবক’টি শিরোপাই জিতেছেন।