ক্ষমতার অপব্যবহার করে পুতুলকে পদ বাগিয়ে দেন শেখ হাসিনা
- আপডেট সময় : ০৩:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে বিতর্ক উসকে দিয়েছে চিকিৎসাবিজ্ঞান বিষয়ক প্রভাবশালী জার্নাল—দ্য ল্যানসেট। জার্নালে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে সায়মা ওয়াজেদ তার পদটি অর্জন করেছেন, যা নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। সংস্থার উপ-পরিচালক আকতারুল ইসলাম এই বিষয়ে দ্য ল্যানসেটকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সায়মা ওয়াজেদের মা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার মেয়ের পদ নিশ্চিত করেছেন বলে অভিযোগ উঠেছে।
পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে দুদক জানিয়েছে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। একইসঙ্গে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণে সংস্থার প্রতি চাপ প্রয়োগের অনুরোধ জানিয়েছে দুদক।