‘দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের বাইরে তা স্বীকার করছে সরকার’
- আপডেট সময় : ০৪:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের বাইরে তা স্বীকার করছে সরকার, তবে সব পণ্যের দাম সব সময় কমবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আর এনবিআর বলছে, ব্যবসায়ীদেরও ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে।
আজ (রোববার, ২৬ জানুয়ারি) আগারগাঁও এনবিআর ভবনে কাস্টমস দিবসের আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, ‘রাজস্ব আহরণে কর্মকর্তাদেরও আরো যত্নশীল হতে হবে। অবৈধ উপার্জনের মানসিকতা রাখা যাবে না।’
একইসঙ্গে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেনা পরিশোধ করুন। আপনাদের আশ্বস্ত করতে চাই, দেনা পরিশোধ করতে এলে কেউ কোনো অযৌক্তিক বা বেআইনি চাহিদা দাবি করবে না। অফিসিয়ালিও কোনো চাহিদা দাবি করা হবে না, আবার টেবিল বা চেয়ারের নিচে দিয়ে যে ধরনের কাজ হয়, সেই ধরনের কোনো চাহিদা ও দাবি করা হবে না। অতএব এই দুই বিষয়ে আশ্বস্ত করলে ব্যবসায়ীরা সহায়তা করবেন বলে মনে করি।
অর্থ উপদেষ্টা বলেন, এ মুহূর্তে রাজস্ব আদায় ও ব্যয় দুটোই চ্যালেঞ্জিং। আয় করে নির্বিচারে ব্যয় করবো সেটা মোটেও ঠিক হবে না। যৌক্তিক ব্যয় করতে হবে।
জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের যে কষ্ট হচ্ছে তা স্বীকার করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, মাঝেমধ্যে এমন আলোচনা হয় মনে হবে যে বাংলাদেশ বন্ধ হয়ে যাচ্ছে। দেশই নাই মনে হয়। এই হচ্ছে না, ওই হচ্ছে না। আলুর দাম কমে গেছে, পেঁয়াজের দাম কমে গেছে। চালের দাম বেড়ে গেছে। এমনভাবে বলা হয়, যেন চালের মণ এক হাজার টাকা কেজি হয়ে গেছে। সব জিনিসের দাম একসঙ্গে কমে গেছে, তা পৃথিবীর কোথাও দেখা যায়নি। আবার সব জিনিসের দাম একেবারে বেড়ে যাবে তাও আশা করি না। তবে এটা ঠিক যে মানুষের কিছু কষ্ট হচ্ছে। অনেকের ধারণ ক্ষমতার মধ্যে অনেক জিনিস থাকছে না। তবে সরকার চেষ্টা করছে।
শুধু সমালোচনা নয়, প্রশংসা পাওয়ারও দাবি রাখে সরকার মন্তব্য করে তিনি বলেন, সরকার এখন অনেকটা শিশুর মত। শিশুকে উৎসাহ দিলে শিশু ভালো করে। কিন্তু নিরুৎসাহিত করলে আরও ভেঙে পড়ে। ভ্যাট-ট্যাক্স বাড়ানো নিয়ে অনেজ কথা হচ্ছে। কিন্তু কেন বাড়ানো হলো ভেতরের সেই খবর সরকারের বলা সম্ভব হয় না। অতএব খারাপ কাজের ভৎসনা করার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও করা দরকার। তবে যারা ক্রিটিক্যাল মনের তারা সব জায়গায় দোষ খোঁজেন।
আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘শহরের ব্যবসায়ীও করদাতারা লেনদেনের তথ্য এড়াতে অটোমেশনের প্রতি কম আন্তরিক। প্রান্তিক করদাতাই এক্ষেত্রে বেশি আন্তরিক।’
আগামীতে ৩৬৫ দিনই অনলাইনে আয়কর দেওয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।