নির্বাচন নিয়ে বিতর্ক তুলে ফ্যাসিবাদীদের সুযোগ দেওয়া যাবে না: এ্যানী
- আপডেট সময় : ০৪:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের দাবী করেছেন। মহাসচিবের এই দাবী খুবই যৌক্তিক। দেশের মানুষও তাই চায়।’
আজ রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘সাধারণ মানুষ যার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে, তাদের কথা শোনার মনমানসিকতা থাকতে হবে সরকারের। এই কথাগুলো আপনাদের শুনতে হবে। তা না হলে জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল হয়ে যেতে পারে।’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বিভিন্নভাবে দেশে ও বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এসব বির্তক পলাতক ফ্যাসিবাদীদের সুযোগ করে দিতে পারে। তাই এসব বির্তক তুলে ফ্যাসিবাদীদের সুযোগ দেওয়া যাবে না।’
দেশে স্বাভাবিক সুন্দর পরিবেশ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রজন্মের জন্য, দেশবাসীর জন্য টার্গেট একটাই। সেটি হচ্ছে, সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। এ জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘যারা সরকারে আছেন, যারা সরকারের বাইরে আছেন, সবার মধ্যে নির্বাচনকে নিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে; যেটা এই দেশের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড বা প্রত্যাশা। এইখানে বির্তক করার কোনো সুযোগ নাই।’
নির্বাচন নিয়ে রাজনীতিবীদদের সঙ্গে আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ‘আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। পলাতক ফ্যাসিবাদীরা দেশে গুম, খুন নির্যাতন ও লুটপাট করেছে। তাদেরকে সুযোগ তৈরি করে দেব, এই ধরনের কোনো বির্তক যেন আর না হয়। এ ব্যাপারে সবাইকে ঐক্যবব্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’