ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিপক্ষে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের সুপার সিক্সে হেরে গেছে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের মেয়েদের দেওয়া ৬৫ রানের সহজ লক্ষ্য ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় ভারত।

আজ রোববার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা। দলীয় ২৩ রানে উইকেট হারালেও ওপেনার তৃষ্ণা গঙ্গাদি ৩১ বলে ৪০ রান করেন। সানিকা চাল্কে ১১ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ৫ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ১৪ রান করেন জান্নাতুল মাওয়া।

এই দুজন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর স্পর্শও করতে পারেননি। একই ভেন্যুতে আগামী ২৮ জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে খেলতে নামবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের

আপডেট সময় : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ভারতের বিপক্ষে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের সুপার সিক্সে হেরে গেছে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের মেয়েদের দেওয়া ৬৫ রানের সহজ লক্ষ্য ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় ভারত।

আজ রোববার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা। দলীয় ২৩ রানে উইকেট হারালেও ওপেনার তৃষ্ণা গঙ্গাদি ৩১ বলে ৪০ রান করেন। সানিকা চাল্কে ১১ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ৫ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ১৪ রান করেন জান্নাতুল মাওয়া।

এই দুজন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর স্পর্শও করতে পারেননি। একই ভেন্যুতে আগামী ২৮ জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে খেলতে নামবে বাংলাদেশ।