মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই
- আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনা প্রধান কে এম সফিউল্লাহ (৯০) মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ রোববার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু হয় তাঁর।
কে এম সফিউল্লাহর সন্তান ওয়াকার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কে এম সফিউল্লাহর প্রথম জানাজার নামাজ আজ দুপুর দেড়টায় রূপগঞ্জ থানা সংলগ্ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। পরে বনানী সামরিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
১৯৭১-এ জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে ছিলেন কে এম সফিউল্লাহ। তাঁর নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে ‘এস’ ফোর্সের নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পান বীর উত্তম খেতাব পান। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন কে এম সফিউল্লাহ।