টঙ্গী-জয়দেবপুর রুটে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রায় ১২০০ ট্রেনযাত্রী। রোববার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে ছোট দেওড়া এলাকায় রেললাইনের ১০ ফুট অংশ হঠাৎ বেঁকে যাওয়ায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি বড় দুর্ঘটনার শিকার থেকে বেঁচে যায়।
বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে জয়দেবপুর যাচ্ছিল এবং লাইনের মধ্যে লাল পতাকা দেখে ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের একটি অংশ ১০ গজের মতো বেঁকে গেছে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত রেলওয়ের কর্মকর্তাদের খবর দেয়। দ্রুত রেলকর্মীরা এসে লাল পতাকার নিশান উড়িয়ে দেন এবং দুর্ঘটনা থেকে ট্রেনযাত্রীদের রক্ষা করেন।
বনলতা এক্সপ্রেসের পরিচালক মো. মোখলেসুর রহমান জানান, তিনি লাল পতাকা দেখে ট্রেনটি জরুরি ভিত্তিতে থামিয়ে দেন, ফলে যাত্রীরা নিরাপদে ছিলেন।
তিনি আরও বলেন, রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার কারণে এটি বেঁকে যেতে পারে, তবে বিষয়টি তদন্ত করে সঠিক কারণ জানা যাবে।
বর্তমানে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি রেললাইন বন্ধ রয়েছে, তবে অপর লাইনে ট্রেন চলাচল করছে। ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামত হলে দুই লাইনে আবারও ট্রেন চলাচল করবে, জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।