ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে কলম্বিয়ায় অবতরণে বাধা দেওয়ার পর ট্রাম্প এই হুমকি দিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের ওপর ‘অবিলম্বে’ অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হবে।

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন।

গতকাল রোববার নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমান কলম্বিয়ায় অবতরণ করতে বাধা দেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করবেন না। অভিবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে।’

বিবিসর সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানান, সান দিয়েগো থেকে দুটি সামরিক উড়োজাহাজ নির্বাসিত অভিবাসীদের নিয়ে কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু কলম্বিয়া সরকারের বাধার মুখে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

এরপরই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। শুধু তাই নয় কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর তিনি ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে তাদের তাৎক্ষণিক ভিসাও বাতিল করা হবে।
জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেট্রো লেখেন, ‘আপনার নিষেধাজ্ঞাকে আমরা ভয় পাই না।’

এর আগে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পরে তা প্রত্যাহার করে নেন ট্রাম্প। এ ছাড়া মেক্সিকো ও কানাডার ওপর ১ ফেব্রুয়ারি থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান ট্রাম্প

আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

এবার কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে কলম্বিয়ায় অবতরণে বাধা দেওয়ার পর ট্রাম্প এই হুমকি দিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের ওপর ‘অবিলম্বে’ অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হবে।

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন।

গতকাল রোববার নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমান কলম্বিয়ায় অবতরণ করতে বাধা দেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করবেন না। অভিবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে।’

বিবিসর সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানান, সান দিয়েগো থেকে দুটি সামরিক উড়োজাহাজ নির্বাসিত অভিবাসীদের নিয়ে কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু কলম্বিয়া সরকারের বাধার মুখে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

এরপরই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। শুধু তাই নয় কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর তিনি ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে তাদের তাৎক্ষণিক ভিসাও বাতিল করা হবে।
জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেট্রো লেখেন, ‘আপনার নিষেধাজ্ঞাকে আমরা ভয় পাই না।’

এর আগে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পরে তা প্রত্যাহার করে নেন ট্রাম্প। এ ছাড়া মেক্সিকো ও কানাডার ওপর ১ ফেব্রুয়ারি থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।