চান্দ্রবর্ষ উদযাপনে মাতবেন চীনের বাসিন্দারা
- আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
একদিন পরই চান্দ্রবর্ষ উদযাপনে মাতবেন চীনের কোটি কোটি বাসিন্দা। এরইমধ্যে বর্ষবরণ উদযাপনে চীনজুড়ে চলছে জাকজমকপূর্ণ আয়োজন। উৎসবকে কেন্দ্র করে দেশটিতে ভ্রমণের হার বেড়েছে কয়েক গুণ।
আর মাত্র ১ দিন পরই শুরু হতে যাচ্ছে চান্দ্রবর্ষ বা চীনা নববর্ষ। আর এ উপলক্ষে বর্ণিল রং-এ সেজেছে গোটা চীন। চারদিকে উৎসবমুখর পরিবেশ। বর্ষবরণ উৎযাপনের সবশেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন দেশটির কোটি কোটি বাসিন্দা।
চান্দ্রবর্ষ উপলক্ষে এরইমধ্যে ঘরে ফিরতে শুরু করেছেন চীনারা। দূর দূরান্ত থেকে পরিবারের সঙ্গে এক হতে তাদের আপ্রাণ এ চেষ্টা। এ পরিস্থিতিতে চীনে ভ্রমণের হার বেড়েছে কয়েকগুণ।
জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই লুনার নিউ ইয়ার উপলক্ষ্যে ভ্রমণের হার বাড়তে থাকে চীনের বিভিন্ন শহরে। গেল প্রায় দুই সপ্তাহে কেবল ট্রেনে যাতায়াত করেছেন প্রায় ৫১ কোটি যাত্রী। বিমানে উড়েছেন ৯ কোটি। আর সড়ক পথে ভ্রমণের হার আরও কয়েকগুণ।
এদিকে, চীনা নববর্ষ উপলক্ষ্যে দেশটির বড় বড় শহরে চলছে ঐতিহ্যবাহী গালা অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। যেখানে অংশগ্রহণ করছেন হাজার হাজার শিশ্পী ও কলাকুশলী।
সপ্তাহব্যাপী চীনা নববর্ষ উদযাপন চলবে আগামী ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।