নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২০ সেনাসদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় সেনাবাহিনীর অন্তত ২০ সেনাসদস্য নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার মালাম-ফাতোরি শহরে সন্দেহভাজন (আইএসডব্লিউএপি) আইএসআইএল-এর যোদ্ধাদের হামলায় তারা নিহত হয় বলে জানা গেছে।
রোববার হামলায় বেঁচে যাওয়া একজন সেনাসদস্য টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গত শুক্রবার উত্তর-পূর্ব বোর্নো রাজ্যের প্রত্যন্ত মালাম-ফাতোরি শহরে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় হামলাকারীরা। তিন ঘন্টারও বেশি সময় ধরে হামলা চলে।
শনিবার রাত পর্যন্ত মালাম-ফাতোরিতে কিছু আক্রমণকারীকে দেখা গেছে। আইএসডব্লিউএপির যোদ্ধাদের হামলায় শত শত মানুষ নিহত ও আরো হাজার হাজার মানুষ বাস্ত্যুচুত হয়েছেন। আইএসডব্লিউএপির যোদ্ধারা ট্রাকে করে এসে বোর্নো রাজ্যের ম্যালাম-ফাতোরি শহরে সেনাবাহিনীর ১৪৯ ব্যাটালিয়নে আত্মঘাতী বোমা হামলা চালায়।