ফুলহ্যামকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
প্রতিপক্ষের মাঠে রোববার (২৬ জানুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। একমাত্র গোলটি এসেছে লিসান্দ্রো মার্টিনেজের পা থেকে।
ফুলহ্যামের বিপক্ষে শুরু থেকেই ভুগতে দেখা যায় ইউনাইটেডকে। প্রথমার্ধে তাদের আক্রমণগুলো ছিল একদমই ধারহীন।
বিরতির আগে কোনোমতে একটি শট নিলেও সেটা লক্ষ্যে ছিল। বিপরীতে ফুলহ্যাম নিশ্চিত সুযোগ তেমন তৈরি করতে না পারলেও গোলের জন্য পাঁচটি শটও নেয় তারা, যার দুটি ছিল লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধে ৭৮তম মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিনেজ।
২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে রেড ডেভিলরা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে ১০ নম্বরে ফুলহ্যাম।