ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাড়বে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়াশা চিরে সূর্য উঁকি দেয়ায় শীতের তেজ কিছুটা কমেছে। তবে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত দাপটে রয়েছে কুয়াশা। যদিও দিনে সূর্যের আলোয় শীতের অনুভূতি কমেছে। উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই অবস্থায় আগামী ২ দিনে বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে বর্ধিত ৫ দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, কনকনে শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ। ঘনকুয়াশা আর ঠান্ডায় কাজে বের হতে পারছেনা। বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। নদীপাড়ে বইছে কনকনে বাতাস। আজ লালমনিরহাটে আবহাওয়ার তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরের হিলিতে মাঘ মাসের হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সূর্য উঁকি দিলেও হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে বয়স্ক মানুষেরা গরম কাপড়ের অভারে ঘর থেকে বের হতে পারছেন না। কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা।

শুধুমাত্র প্রয়োজনের তাগিদে রাস্তা-ঘাট ও বাজারে আসছেন সাধারণ মানুষেরা। বাড়ছে শীতে আক্রান্ত রোগী।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগের মতোই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। এরমধ্যে মঙ্গল ও বুধবার (২৮-২৯ জানুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এই আবহাওয়াবিদ জানান, সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকালে দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

বাড়বে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

আপডেট সময় : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

কুয়াশা চিরে সূর্য উঁকি দেয়ায় শীতের তেজ কিছুটা কমেছে। তবে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত দাপটে রয়েছে কুয়াশা। যদিও দিনে সূর্যের আলোয় শীতের অনুভূতি কমেছে। উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই অবস্থায় আগামী ২ দিনে বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে বর্ধিত ৫ দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, কনকনে শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ। ঘনকুয়াশা আর ঠান্ডায় কাজে বের হতে পারছেনা। বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। নদীপাড়ে বইছে কনকনে বাতাস। আজ লালমনিরহাটে আবহাওয়ার তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরের হিলিতে মাঘ মাসের হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সূর্য উঁকি দিলেও হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে বয়স্ক মানুষেরা গরম কাপড়ের অভারে ঘর থেকে বের হতে পারছেন না। কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা।

শুধুমাত্র প্রয়োজনের তাগিদে রাস্তা-ঘাট ও বাজারে আসছেন সাধারণ মানুষেরা। বাড়ছে শীতে আক্রান্ত রোগী।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগের মতোই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। এরমধ্যে মঙ্গল ও বুধবার (২৮-২৯ জানুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এই আবহাওয়াবিদ জানান, সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকালে দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।