ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়েছে বার্সেলোনা
- আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে
একপেশে ম্যাচে রোববার (২৬ জানুয়ারি) রাতে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন ফার্মিন লোপেজ। একটি করে গোল করেছেন লেভানডওনস্কি, রাফিনিয়া, ডি ইয়ং ও ফেরান টরেস। অন্যটি ভালেন্সিয়ার আত্মঘাতী।
একপেশে ম্যাচে রোববার (২৬ জানুয়ারি) রাতে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন ফার্মিন লোপেজ। একটি করে গোল করেছেন লেভানডওনস্কি, রাফিনিয়া, ডি ইয়ং ও ফেরান টরেস। অন্যটি ভ্যালেন্সিয়ার আত্মঘাতী।
ম্যাচের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করেন ডি ইয়ং। অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টরেস। চতুর্দশ মিনিটে রাফিনহা গোল করলে ৩-০ গোলের লিড পায় বার্সেলোনা। ২৪তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন লোপেজ।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের জালের দেখা পান তিনি। ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
খেলার ধারার বিপরীতে ৫৯তম মিনিটে দুরোর গোলে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। ৬৬তম মিনিটে ফের ৫ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
গোল করেন লেভানডওন্সস্কি। ৭৫তম মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সেসার তারেগা।