রাজশাহীর বিপক্ষে জয় পেল না রংপুর রাইডার্স
- আপডেট সময় : ১২:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে
পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের ৩১ বলে অপরাজিত ৫২ রানের তাণ্ডবের পরও দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় পেল না রংপুর রাইডার্স। এ নিয়ে শেষ দুটি ম্যাচে হারের স্বাদ পেলো রংপুর। সেই সঙ্গে টানা দুই জয় পেলো রাজশাহী। এর আগে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচেও রংপুরের হারিয়েছিল রাজশাহী।
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রাজশাহীর কাছে হারের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভয়ঙ্কর রূপে ফেরার ঘোষণা দিয়েছিল রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত রংপুরের সেই কথাই যেন প্রতিফলিত হতে যাচ্ছিল সাইফুদ্দিনের ব্যাটে। কিন্তু তীরে আর ভিড়তে পারলো না রংপুর। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকরা ম্যাচে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে রংপুরকে। যদিও এ হারে তাদের প্লে অফে কোনা বাধা পড়বে না।
অন্যদিকে আগের ম্যাচে রংপুরকে হারিয়ে সোশ্যালে রাজশাহীর পোস্ট ছিল ‘আহো ভাতিজা আহো’। অর্থাৎ তারা যেন বুঝাতে চাইছিল আমাদের কাছে তোমরা কিছুই না। যে আসবে তাকেই হারিয়ে দিব আমরা। কিন্তু আজ ম্যাচের আগে রাজশাহীর অবস্থা এতটাই বেগতিক ছিল যে তারা বিদেশিদের ছাড়াই মাঠে নামতে বাধ্য হয়েছে। পারিশ্রমিকের টাকা বুঝে না পাওয়ায় বিদেশি রিক্রুটরা মাঠে নামেননি। পরে বিপিএল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুরো দেশিয় ক্রিকেটার দিয়েই নিজেদের স্কোয়াড সাজায় রাজশাহী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ১১৯ রান করে দুর্বার রাজশাহী। টপ অর্ডারে জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক রান পাননি। মিডল অর্ডারে মৃত্যুঞ্জয় ও ইয়াসির রাব্বি ব্যর্থ হন। লোয়ারে আকবর আলী ১৯ ও সানজামুল ইসলাম ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলে একশ’ ছাড়ানো পুঁজি এনে দেন রাজশাহীকে।
জবাব দিতে নেমে রংপুর ২৯ রানে ৫ উইকেট হারায়। ৪৯ রানে দলটির ৭ উইকেট পড়ে যায়। সেখান থেকে পেস অলরাউন্ডার সাইফুদ্দিন ও রাকিবুল হাসান মিলে দলকে জয়ের আশা দেখান। রাকিবুল ২০ রান করে ফিরে যান। সাইফুদ্দিন খেলেন হার না মানা ৩১ বলে ৫২ রানের ইনিংস। ছয়টি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি।
জয়ের জন্য শেষ ওভারে রংপুরের ২৫ রানের প্রয়োজন ছিল। সাইফুদ্দিন পরপর দুই ছক্কা মেরে ম্যাচ জমিয়ে তোলেন। কিন্তু পরের দুই বল থেকে ডট আদায় করে নেন বোলার। পঞ্চম বলে চার ও শেষ বলে ছক্কা মেরে হারের ব্যবধান কমান তিনি। রাজশাহী ১১ ম্যাচে ৫ জয় পেয়েছে। দলটির সামনে শেষ চারে যাওয়ার সুযোগ এখনো টিকে আছে।