শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত : ড. আসিফ নজরুল
- আপডেট সময় : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রাতের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের আইন উপদেষ্টা এ কথা বলেন।
আইন উপদেষ্টা আরও বলেন, গতকালের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি সামলানোর জন্য সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়ছে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, গতকাল রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে সেখানে পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন শুধু সেটুকু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করেছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভালো একটা সমাধান হবে।
গতকাল রাতে সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ কোনো মরনঘাতি বা লিথেল ব্যবহার করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার হয়েছে।