হত্যা মামলায় সালমান এফ রহমানের ৩ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৬১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও বিভিন্ন থানার মামলায় আরো ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ (সোমবার, ২৭ জানুয়ারি) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় দেয়া হয়।
এদিন সকালে সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজরুল ইসলাম মজুমদার, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক দম্পতি সাকিল-রুপাসহ ১২জনকে আদালতে আনা হয়।
পরে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে।
এদের মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত।