পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে সমতায় উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৭৬ বার পড়া হয়েছে

মূলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে সমতায় ফিরল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মুলতানের পিচ যেনো বোলারদের জন্য স্বর্গরাজ্য আর ব্যাটারদের জন্য বধ্যভূমি। স্বাগতিক হয়েও তাই মতি-ওয়ারিক্যানদের বোলিং দুর্বোধ্য হয়ে ওঠে বাবর-শান মাসুদদের কাছে।
দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের হাতে ছিল ছয় উইকেটে। আর জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭৮ রান। তবে রিজওয়ান-সালমান-শাকিলরা লক্ষমাত্রার কাছেও যেতে পারেনি।
শেষ ২০ ওভারে ৫৭ রানের মধ্যেই পাকিস্তানের ছয় উইকেট শিকার করে ১২০ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
৩৪ বছর পর পাকিস্তান দুর্গ জয় করার আনন্দে মাতে সফরকারীরা। ১৯৯০ সালে শেষবার পাকিস্তান সফরে জিতেছিল ক্যারিবীয়রা।
এই জয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।