সারাদেশে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে রেল যাত্রীরা
- আপডেট সময় : ১০:২৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৩৬০ বার পড়া হয়েছে
রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারাদেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
আজ (বুধবার, ২৯ জানুয়ারি) সকালে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে।
রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পরে অন্যান্য ট্রেনগুলো। সকাল সাতটায় সময় দেয়া হলেও প্রায় এক ঘণ্টা দেড়িতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস আর কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরুতে দেরি হয় আড়াই ঘণ্টা পর।
ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে থাকা যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা।
ট্রেনের মতন গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সমস্যা সমাধানের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান যাত্রীরা।
এর আগে আজকের মধ্যে দাবিদাওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।