ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়া থেকে হাজারো আমেরিকান সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসরায়েলি মিডিয়ায় এমন খবর দেয়া হয়। খবর আনাদোলুর।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তারা কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ইচ্ছা পোষণ করেন বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার হলে তেল আবিবে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, সিরিয়ায় প্রায় ২ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এদিকে মঙ্গলবার সিরিয়ার দখলকৃত হারমোন পর্বত পরিদর্শন করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গত মাসে এই অঞ্চল দখলের পর ইসরায়েলের সেখানে অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

কাৎজ বলেন, সিরিয়ার দক্ষিণে কোনো শত্রু শক্তিকে ঘাঁটি গড়তে আমরা অনুমতি দেব না। আমরা যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেব।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের উৎখাতের সুযোগ নিয়ে ইসরায়েল হারমোন পর্বতের নিরস্ত্রীকরণ অঞ্চল দখল করে গোলান মালভূমিতে নিজেদের দখল আরও সম্প্রসারিত করে। এ ছাড়া গত ৮ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী সিরিয়াজুড়ে ব্যাপক বিমান হামলা চালায়। এসব হামলায় সামরিক স্থাপনা, অস্ত্র ও অবকাঠামো ধ্বংস হয়।

নিউজটি শেয়ার করুন

সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে চান ট্রাম্প

আপডেট সময় : ০৩:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

সিরিয়া থেকে হাজারো আমেরিকান সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসরায়েলি মিডিয়ায় এমন খবর দেয়া হয়। খবর আনাদোলুর।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তারা কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ইচ্ছা পোষণ করেন বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার হলে তেল আবিবে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, সিরিয়ায় প্রায় ২ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এদিকে মঙ্গলবার সিরিয়ার দখলকৃত হারমোন পর্বত পরিদর্শন করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গত মাসে এই অঞ্চল দখলের পর ইসরায়েলের সেখানে অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

কাৎজ বলেন, সিরিয়ার দক্ষিণে কোনো শত্রু শক্তিকে ঘাঁটি গড়তে আমরা অনুমতি দেব না। আমরা যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেব।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের উৎখাতের সুযোগ নিয়ে ইসরায়েল হারমোন পর্বতের নিরস্ত্রীকরণ অঞ্চল দখল করে গোলান মালভূমিতে নিজেদের দখল আরও সম্প্রসারিত করে। এ ছাড়া গত ৮ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী সিরিয়াজুড়ে ব্যাপক বিমান হামলা চালায়। এসব হামলায় সামরিক স্থাপনা, অস্ত্র ও অবকাঠামো ধ্বংস হয়।