ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সৌদি আরবে সড়কে গেল ৯ ভারতীয়সহ ১৫ জনের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৯১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজানের কাছে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ভারতের ৯ জন, নেপাল ও ঘানার ৬ জন শ্রমিক রয়েছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

গালফ নিউজ জানায়, দুর্ঘটনায় ভারতের ৯ জন ছাড়াও নেপাল ও ঘানার আরও ৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেদ্দায় ভারতীয় কনস্যুলেট দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া ভারতীয় মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয়র মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

ক্ষতিগ্রস্তদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার কথাও জানিয়েছে ভারতীয় কনস্যুলেট। এছাড়া, অনুসন্ধানের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ২৬ জন শ্রমিক বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। কিন্তু পথে একটি লরির সঙ্গে সেটির সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে সড়কে গেল ৯ ভারতীয়সহ ১৫ জনের প্রাণ

আপডেট সময় : ০৮:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজানের কাছে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ভারতের ৯ জন, নেপাল ও ঘানার ৬ জন শ্রমিক রয়েছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

গালফ নিউজ জানায়, দুর্ঘটনায় ভারতের ৯ জন ছাড়াও নেপাল ও ঘানার আরও ৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেদ্দায় ভারতীয় কনস্যুলেট দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া ভারতীয় মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয়র মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

ক্ষতিগ্রস্তদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার কথাও জানিয়েছে ভারতীয় কনস্যুলেট। এছাড়া, অনুসন্ধানের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ২৬ জন শ্রমিক বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। কিন্তু পথে একটি লরির সঙ্গে সেটির সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।