ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্লেন দুর্ঘটনার পর ট্রাম্প বললেন ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৮টা ৫০ মিনিটে এ সংঘর্ষ হয়। এ খবর শোনার পর এক বিবৃতিতে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেখানে তিনি বলেন, ‘ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। যারা দুর্ঘটনার পর প্রথম প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের করা অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আমেরিকান এয়ারলাইন্সের সিআরজে৭০০ প্লেনের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্লেনটি কানসাস থেকে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল। এতে ৬৫ জন আরোহী ছিল।

সংঘর্ষের ঘটনার পর জরুরি উদ্ধার কাজ চালাচ্ছে একাধিক সংস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমেরিকার নতুন পরিবহনমন্ত্রী সিন ডাফি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওই পোস্টে তিনি লেখেন, ‘অনুগ্রহ করে আজ সন্ধ্যায় রিগান বিমানবন্দরের কাছে সংঘর্ষের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য প্রার্থনা করুন।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। এই তদন্তের নেতৃত্ব দেবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

নিউজটি শেয়ার করুন

প্লেন দুর্ঘটনার পর ট্রাম্প বললেন ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন

আপডেট সময় : ০২:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৮টা ৫০ মিনিটে এ সংঘর্ষ হয়। এ খবর শোনার পর এক বিবৃতিতে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেখানে তিনি বলেন, ‘ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। যারা দুর্ঘটনার পর প্রথম প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের করা অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আমেরিকান এয়ারলাইন্সের সিআরজে৭০০ প্লেনের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্লেনটি কানসাস থেকে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল। এতে ৬৫ জন আরোহী ছিল।

সংঘর্ষের ঘটনার পর জরুরি উদ্ধার কাজ চালাচ্ছে একাধিক সংস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমেরিকার নতুন পরিবহনমন্ত্রী সিন ডাফি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওই পোস্টে তিনি লেখেন, ‘অনুগ্রহ করে আজ সন্ধ্যায় রিগান বিমানবন্দরের কাছে সংঘর্ষের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য প্রার্থনা করুন।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। এই তদন্তের নেতৃত্ব দেবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।