দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৩৮৫ বার পড়া হয়েছে

দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের প্রানহানি হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল খনিতে কাজ করতেন। এদের মধ্যে ১৬ জন দক্ষিণ সুদান, দুইজন চীন ও একজন ভারতীয় নাগরিক। বিমানটিতে আরোহী ছিলেন মোট ২১ জন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটি তেলক্ষেত্রের বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটির গন্তব্য ছিল রাজধানী যুবা। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ২০১৮ সালের দেশটিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল।