ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এই ‘দুর্ভাগা’ নায়িকার ‘অভিশপ্ত’ দাম্পত্য

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের অন্যতম ‘হেভিওয়েট’ পরিবারে এই নায়িকার জন্ম। বাবা-জ্যেঠু-কাকা মায় দাদু, বোন, সবাই তুমুল জনপ্রিয় নায়ক-নায়িকা। তিনি নিজেও সুপারহিট! আভিনয় শুরু মাত্র ১৬ বছর বয়সে। অভিনয় করেছেন শাহরুখ, আমির, সলমন খানের মতো সুপারস্টারদের সঙ্গে। কিন্তু বিয়ের পরই ছন্দপতন। ‘অভিশপ্ত’ দাম্পত্য! কেরিয়ারের শীর্ষে থাকাকালীন পরিবারের চাপে তাঁকে অভিনয় ছাড়তে হয়। কিন্তু সেই বিয়েও টেকেনি। নায়িকার অভিযোগ, মধুচন্দ্রিমায় গিয়ে দর হাঁকিয়ে তাঁকে বেচতে চেয়েছিল খোদ স্বামী! জোর করেছিল নিজের বন্ধুদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে। কার কথা হচ্ছে বলুন তো?

১৯৯১ সালে বলিউডে পা রাখেন এই নায়িকা। হরিশ কুমারের বিপরীতে ‘প্রেম কয়েদি’ ছবিতে ১৬ বছরের নবাগতা নায়িকা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। ৯০-এর দশকে তিনি রাজ করতেন। এক-সে-বরকর-এক হিট ছবি তাঁর ঝুলিতে। ঝকঝকে কেরিয়ার। একের পর এক হিট ছবি। একের পর এক পুরস্কার। কিন্তু ২০০৩-এ সাফল্যের চূড়ায় থাকাকালীন বিয়েই কাল হল! কার্যত শেষ হয়ে গেল একসময়ের সুপারডুপার হিট নায়িকার ঝলমলে কেরিয়ার।

কথা হচ্ছে করিশ্মা কাপুরের। বলিউডের খ্যাতনামা ‘কাপুর’ পরিবারের আরেক ‘রত্ন’। ৯০-এর দশকে হিট ছবি বলতেই অন্যতম নাম করিশ্মা। শুধু অভিনয় নয়, তাঁর তুখড় নাচের দিওয়ানা ছিল আসমুদ্র হিমাচল। আমির খানের বিপরীতে ‘রাজা হিন্দুস্তানি’ হোক কী সলমনের সঙ্গে ‘জুড়ওয়া’, শাহরুখ খানের সঙ্গে আইকনিক ‘দিল তো পাগল হয়’ বা গোবিন্দার বিপরীতে ‘রাজা বাবু’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘কুলি নম্বর ওয়ান’… করিশ্মার ক্যারিজমায় বুঁদ ছিল আপামর জনতা।

নব্বইয়ের দশকে করিশ্মা কাপুরের সাফল্য ছিল নজরকাড়া। কিন্তু কাজের জগতে তিনি যতটা সফল, ব্যক্তিগত জীবনে ততটাই ‘অভাগা’। সাফল্য তো দূর, এক ফোঁটা শান্তিও পাননি রাজ কাপুরের নাতনি। উল্টে জুটেছে নিগ্রহ, নির্যাতন। মধুচন্দ্রিমায় গিয়ে তাঁকে নিলামে তুলতে চেয়েছিলেন প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর।

এই 'দুর্ভাগা' নায়িকার 'অভিশপ্ত' দাম্পত্য

এখানেই শেষ নয়,করিশ্মার অভিযোগ, স্বামীর পাশাপাশি শাশুড়িও তাঁকে মারধর করতেন। একটি সাক্ষাৎকারে করিশ্মা জানান, তাঁকে বিয়ের পরেও প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি সঞ্জয়। লিভ-ইন সম্পর্কে ছিলেন। বিষয়টি করিশ্মা জানতে পেরে প্রতিবাদ করেন। তখন সঞ্জয় এবং তাঁর মা, দু’জনে মিলে মারেন তাঁকে।

শ্বশুরবাড়ির অত্যাচারের আরও কিস্যা জানিয়েছিলেন করিশ্মা। তিনি বলেন, তখন তিনি সন্তানসম্ভবা। ওজন বেড়েছিল। শাশুড়ির উপহার দেওয়া পোশাক গায়ে ঢুকছিল না। জেনে মাকে চড় কষানোর নিদান দিয়েছিলেন সঞ্জয়।

স্বামী, শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার সহয় করেও বিয়েটা টিকিয়ে রাখতে চেয়েছিলেন করিশ্মা। ছেড়েছিলেন ছবি। কিন্তু যা টেকার নয়, তা টিকবে না। ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় সঞ্জয়-করিশ্মার। করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বার বিয়ে করেন সঞ্জয়। প্রিয়া সচদেবকে। দু’জনের একটি ছেলেও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ‘দুর্ভাগা’ নায়িকার ‘অভিশপ্ত’ দাম্পত্য

আপডেট সময় : ০১:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

বলিউডের অন্যতম ‘হেভিওয়েট’ পরিবারে এই নায়িকার জন্ম। বাবা-জ্যেঠু-কাকা মায় দাদু, বোন, সবাই তুমুল জনপ্রিয় নায়ক-নায়িকা। তিনি নিজেও সুপারহিট! আভিনয় শুরু মাত্র ১৬ বছর বয়সে। অভিনয় করেছেন শাহরুখ, আমির, সলমন খানের মতো সুপারস্টারদের সঙ্গে। কিন্তু বিয়ের পরই ছন্দপতন। ‘অভিশপ্ত’ দাম্পত্য! কেরিয়ারের শীর্ষে থাকাকালীন পরিবারের চাপে তাঁকে অভিনয় ছাড়তে হয়। কিন্তু সেই বিয়েও টেকেনি। নায়িকার অভিযোগ, মধুচন্দ্রিমায় গিয়ে দর হাঁকিয়ে তাঁকে বেচতে চেয়েছিল খোদ স্বামী! জোর করেছিল নিজের বন্ধুদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে। কার কথা হচ্ছে বলুন তো?

১৯৯১ সালে বলিউডে পা রাখেন এই নায়িকা। হরিশ কুমারের বিপরীতে ‘প্রেম কয়েদি’ ছবিতে ১৬ বছরের নবাগতা নায়িকা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। ৯০-এর দশকে তিনি রাজ করতেন। এক-সে-বরকর-এক হিট ছবি তাঁর ঝুলিতে। ঝকঝকে কেরিয়ার। একের পর এক হিট ছবি। একের পর এক পুরস্কার। কিন্তু ২০০৩-এ সাফল্যের চূড়ায় থাকাকালীন বিয়েই কাল হল! কার্যত শেষ হয়ে গেল একসময়ের সুপারডুপার হিট নায়িকার ঝলমলে কেরিয়ার।

কথা হচ্ছে করিশ্মা কাপুরের। বলিউডের খ্যাতনামা ‘কাপুর’ পরিবারের আরেক ‘রত্ন’। ৯০-এর দশকে হিট ছবি বলতেই অন্যতম নাম করিশ্মা। শুধু অভিনয় নয়, তাঁর তুখড় নাচের দিওয়ানা ছিল আসমুদ্র হিমাচল। আমির খানের বিপরীতে ‘রাজা হিন্দুস্তানি’ হোক কী সলমনের সঙ্গে ‘জুড়ওয়া’, শাহরুখ খানের সঙ্গে আইকনিক ‘দিল তো পাগল হয়’ বা গোবিন্দার বিপরীতে ‘রাজা বাবু’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘কুলি নম্বর ওয়ান’… করিশ্মার ক্যারিজমায় বুঁদ ছিল আপামর জনতা।

নব্বইয়ের দশকে করিশ্মা কাপুরের সাফল্য ছিল নজরকাড়া। কিন্তু কাজের জগতে তিনি যতটা সফল, ব্যক্তিগত জীবনে ততটাই ‘অভাগা’। সাফল্য তো দূর, এক ফোঁটা শান্তিও পাননি রাজ কাপুরের নাতনি। উল্টে জুটেছে নিগ্রহ, নির্যাতন। মধুচন্দ্রিমায় গিয়ে তাঁকে নিলামে তুলতে চেয়েছিলেন প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর।

এই 'দুর্ভাগা' নায়িকার 'অভিশপ্ত' দাম্পত্য

এখানেই শেষ নয়,করিশ্মার অভিযোগ, স্বামীর পাশাপাশি শাশুড়িও তাঁকে মারধর করতেন। একটি সাক্ষাৎকারে করিশ্মা জানান, তাঁকে বিয়ের পরেও প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি সঞ্জয়। লিভ-ইন সম্পর্কে ছিলেন। বিষয়টি করিশ্মা জানতে পেরে প্রতিবাদ করেন। তখন সঞ্জয় এবং তাঁর মা, দু’জনে মিলে মারেন তাঁকে।

শ্বশুরবাড়ির অত্যাচারের আরও কিস্যা জানিয়েছিলেন করিশ্মা। তিনি বলেন, তখন তিনি সন্তানসম্ভবা। ওজন বেড়েছিল। শাশুড়ির উপহার দেওয়া পোশাক গায়ে ঢুকছিল না। জেনে মাকে চড় কষানোর নিদান দিয়েছিলেন সঞ্জয়।

স্বামী, শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার সহয় করেও বিয়েটা টিকিয়ে রাখতে চেয়েছিলেন করিশ্মা। ছেড়েছিলেন ছবি। কিন্তু যা টেকার নয়, তা টিকবে না। ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় সঞ্জয়-করিশ্মার। করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বার বিয়ে করেন সঞ্জয়। প্রিয়া সচদেবকে। দু’জনের একটি ছেলেও রয়েছে।