ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নক আউট পর্ব নিশ্চিত করলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপা লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্টুয়া বুখোরেস্টকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে দলটি। তবে রোমানিয়ায় শুরুতে কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো এবং দিয়ালোকে বদলি নামানোতে পাল্টে যায় আমোরিমের দলের চিত্র। ম্যাচের সময় একঘণ্টা হতেই গোল উৎসবে মাতে ইংল্যান্ডের দলটি। গোল করেন দিয়াগো ডালোট। আট মিনিটের ব্যবধানে আবারো ম্যান ইউর ডাগআউটে উল্লাস। এবার দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাইনু।

ম্যাচের বাকিটা সময় আর কোনো দলেরই জাল কাপেনি। তাতে পয়েন্ট টেবিলে তৃতীয়তে থেকে এই পর্বের খেলা শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে অ্যাথলেটিকো বিলবাও।

দলটির পক্ষে গোল করেন নিকো উইলিয়ামস, আলভারেজ এবং মার্টন। প্রতিপক্ষ দল ভিক্টোরিয়ার হয়ে এক গোল শোধ করেন মিলান।

নিউজটি শেয়ার করুন

নক আউট পর্ব নিশ্চিত করলো ম্যানইউ

আপডেট সময় : ০৩:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

ইউরোপা লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্টুয়া বুখোরেস্টকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে দলটি। তবে রোমানিয়ায় শুরুতে কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো এবং দিয়ালোকে বদলি নামানোতে পাল্টে যায় আমোরিমের দলের চিত্র। ম্যাচের সময় একঘণ্টা হতেই গোল উৎসবে মাতে ইংল্যান্ডের দলটি। গোল করেন দিয়াগো ডালোট। আট মিনিটের ব্যবধানে আবারো ম্যান ইউর ডাগআউটে উল্লাস। এবার দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাইনু।

ম্যাচের বাকিটা সময় আর কোনো দলেরই জাল কাপেনি। তাতে পয়েন্ট টেবিলে তৃতীয়তে থেকে এই পর্বের খেলা শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে অ্যাথলেটিকো বিলবাও।

দলটির পক্ষে গোল করেন নিকো উইলিয়ামস, আলভারেজ এবং মার্টন। প্রতিপক্ষ দল ভিক্টোরিয়ার হয়ে এক গোল শোধ করেন মিলান।