ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার।

দেশটির নতুন সামরিক পরিচালনা খাতের মুখপাত্র কমান্ডার হাসান আবদেল গনি বাথ পার্টি বিলুপ্তির ঘোষণা দেন। তিনি বলেন, সংবিধান এবং বাশার আল-আসাদের দল বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে।

আবদেল গনি জানান, সেনাবাহিনী, নিরাপত্তাবাহিনী এমনকি আল শারার নিজের সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল-শামসহ (এইচটিএস) সিরিয়ার সব সামরিক গোষ্ঠী বিলুপ্ত করা হয়েছে।

বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত ৬০ বছরের বেশি সময় ধরে দলটি সিরিয়ার ক্ষমতায় ছিল।

আবদেল গনি জানান, নির্বাচন হওয়ার আগপর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়েছে। তাঁকে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনে ক্ষমতা দেওয়া হয়েছে। একটি নতুন সংবিধান গৃহীত হওয়ার আগপর্যন্ত আইন পরিষদ কার্যকর থাকবে।

বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে গত বছরের ৮ ডিসেম্বর বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। এর পর রাশিয়া চলে যান তিনি। এর মধ্যদিয়ে টানা ২৪ বছর ক্ষমতায় থাকা বাশার আল আসাদ শাসনের অবসান হয়।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা

আপডেট সময় : ০৩:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার।

দেশটির নতুন সামরিক পরিচালনা খাতের মুখপাত্র কমান্ডার হাসান আবদেল গনি বাথ পার্টি বিলুপ্তির ঘোষণা দেন। তিনি বলেন, সংবিধান এবং বাশার আল-আসাদের দল বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে।

আবদেল গনি জানান, সেনাবাহিনী, নিরাপত্তাবাহিনী এমনকি আল শারার নিজের সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল-শামসহ (এইচটিএস) সিরিয়ার সব সামরিক গোষ্ঠী বিলুপ্ত করা হয়েছে।

বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত ৬০ বছরের বেশি সময় ধরে দলটি সিরিয়ার ক্ষমতায় ছিল।

আবদেল গনি জানান, নির্বাচন হওয়ার আগপর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়েছে। তাঁকে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনে ক্ষমতা দেওয়া হয়েছে। একটি নতুন সংবিধান গৃহীত হওয়ার আগপর্যন্ত আইন পরিষদ কার্যকর থাকবে।

বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে গত বছরের ৮ ডিসেম্বর বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। এর পর রাশিয়া চলে যান তিনি। এর মধ্যদিয়ে টানা ২৪ বছর ক্ষমতায় থাকা বাশার আল আসাদ শাসনের অবসান হয়।