ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কেন জর্জিনার ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন রোনাল্ডো?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিহাসের সর্বকালের সর্বসেরা ফুটবলার নিয়ে আলোচনা হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম আসাটা কার্যত বাধ্যতামূলক। মাঠে তাঁর মতো দক্ষ ফুটবলার মেলা ভার। মাঠের বাইরে নিজের জীবনযাপনের জন্য সবসময়ই চর্চার আলোয় থাকেন রোনাল্ডো। একশ শতকে তাঁর ও লিওনেল মেসি (Lionel Messi) ও প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবেন। এই মেসির কারণেই রোনাল্ডো নাকি জর্জিনার এক বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছিলেন।

রোনাল্ডো এবং জর্জিনা (Georgina Rodriguez) প্রায় নয় বছর ধরে একসঙ্গে রয়েছেন। তাঁদের ছোট ছোট সন্তানও রয়েছে। তবে জর্জিনা একবার এক বড় ভুল করে বসেন। ঘটনাটি ২০১৭ সালের ২৪ এপ্রিলের। ওইদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা একে অপরের মুখোমুখি হয়। নিজের পার্টনারের এবং তাঁর দল রিয়াল মাদ্রিদের জয়ের বিষয়ে জর্জিনা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ম্যাচ শুরুর আগেই জয় উদযাপন করার জন্য একটি আফটারম্যাচ পার্টির আয়োজন করে ফেলেন।

তবে এর পরিণাম কিন্তু আনন্দদায়ক হয়নি। সেই এল ক্লাসিকোতে রোনাল্ডোকে সম্পূর্ণ নিস্তেজ দেখায়। তিনি তেমন কোনও প্রভাবই ফেলতে পারেননি। উল্টে কাতালান ক্লাবের বিরুদ্ধে ৩-২ স্কোরলাইনে পরাজিত হতে হয় লস ব্লাঙ্কোসকে। উপরন্তু, মেসি ইনজুরি টাইমে বার্সার জয়সূচক গোলটি করার পাশাপাশি ম্যাটে আরেকটি গোলও করেন। রোনাল্ডোসহ গোটা রিয়াল মাদ্রিদ দলেরই রাতটা মাটি হয়ে যায়। কেউ কোনওরকম পার্টি উপভোগই করেননি। এই ঘটনার পর থেকেই রোনাল্ডো নাকি জর্জিনার পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তাঁর বিশ্বাস এমনটা করলে তাঁর ম্যাচ খারাপ হতে পারে। তবে গোটাটাই কিন্তু জল্পনাই বটে। এই বিষয়ে পাকাপাকিভাবে কিছুই জানা যায়নি।

রোনাল্ডো ও লিও মেসি মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও, দুইজনের পার্টনারের মধ্যে কিন্তু বেশ সুসম্পর্কই রয়েছে বলে শোনা যায়। জর্জিনা স্প্যানিশ হলেও, তিনি আন্তোনেলা, মেসির মতো আর্জেন্তাইন বংশোদ্ভূত। এই বিষয়টি রোনাল্ডোই নিজে নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তবে তিনি যাতে আগেভাগে পার্টির আয়োজন করার মতো ভুল আর না করেন, সেই বিষয়টা নিশ্চিত করতেই রোনাল্ডো এই কড়া সিদ্ধান্তটা নেন বলে দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন

কেন জর্জিনার ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন রোনাল্ডো?

আপডেট সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

ইতিহাসের সর্বকালের সর্বসেরা ফুটবলার নিয়ে আলোচনা হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম আসাটা কার্যত বাধ্যতামূলক। মাঠে তাঁর মতো দক্ষ ফুটবলার মেলা ভার। মাঠের বাইরে নিজের জীবনযাপনের জন্য সবসময়ই চর্চার আলোয় থাকেন রোনাল্ডো। একশ শতকে তাঁর ও লিওনেল মেসি (Lionel Messi) ও প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবেন। এই মেসির কারণেই রোনাল্ডো নাকি জর্জিনার এক বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছিলেন।

রোনাল্ডো এবং জর্জিনা (Georgina Rodriguez) প্রায় নয় বছর ধরে একসঙ্গে রয়েছেন। তাঁদের ছোট ছোট সন্তানও রয়েছে। তবে জর্জিনা একবার এক বড় ভুল করে বসেন। ঘটনাটি ২০১৭ সালের ২৪ এপ্রিলের। ওইদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা একে অপরের মুখোমুখি হয়। নিজের পার্টনারের এবং তাঁর দল রিয়াল মাদ্রিদের জয়ের বিষয়ে জর্জিনা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ম্যাচ শুরুর আগেই জয় উদযাপন করার জন্য একটি আফটারম্যাচ পার্টির আয়োজন করে ফেলেন।

তবে এর পরিণাম কিন্তু আনন্দদায়ক হয়নি। সেই এল ক্লাসিকোতে রোনাল্ডোকে সম্পূর্ণ নিস্তেজ দেখায়। তিনি তেমন কোনও প্রভাবই ফেলতে পারেননি। উল্টে কাতালান ক্লাবের বিরুদ্ধে ৩-২ স্কোরলাইনে পরাজিত হতে হয় লস ব্লাঙ্কোসকে। উপরন্তু, মেসি ইনজুরি টাইমে বার্সার জয়সূচক গোলটি করার পাশাপাশি ম্যাটে আরেকটি গোলও করেন। রোনাল্ডোসহ গোটা রিয়াল মাদ্রিদ দলেরই রাতটা মাটি হয়ে যায়। কেউ কোনওরকম পার্টি উপভোগই করেননি। এই ঘটনার পর থেকেই রোনাল্ডো নাকি জর্জিনার পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তাঁর বিশ্বাস এমনটা করলে তাঁর ম্যাচ খারাপ হতে পারে। তবে গোটাটাই কিন্তু জল্পনাই বটে। এই বিষয়ে পাকাপাকিভাবে কিছুই জানা যায়নি।

রোনাল্ডো ও লিও মেসি মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও, দুইজনের পার্টনারের মধ্যে কিন্তু বেশ সুসম্পর্কই রয়েছে বলে শোনা যায়। জর্জিনা স্প্যানিশ হলেও, তিনি আন্তোনেলা, মেসির মতো আর্জেন্তাইন বংশোদ্ভূত। এই বিষয়টি রোনাল্ডোই নিজে নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তবে তিনি যাতে আগেভাগে পার্টির আয়োজন করার মতো ভুল আর না করেন, সেই বিষয়টা নিশ্চিত করতেই রোনাল্ডো এই কড়া সিদ্ধান্তটা নেন বলে দাবি করা হয়।