ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুনেতে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে সূর্যকুমার যাদবের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

একই ওভারে সানজু স্যামসন, তিলক ভার্মা এবং সুর্যকুমার যাদবকে ফিরিয়েছেন সাকিব মাহমুদ। ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া এবং শিভম দুবের ৮৭ রানের জুটিতেই ১৮১ রানের বড় সংগ্রহের ভিত পায় ভারত। দুই ব্যাটারই করেন ৫৩ রান।

জবাব দিতে নেমে দুই ইংলিশ ওপেনার মিলে পাওয়ারপ্লেতে যোগ করেন ৬২ রান। পাওয়ারপ্লের শেষ বলে আউট হন বেন ডাকেট। এই উইকেটের পর থেকেই ইংল্যান্ডের পতন শুরু।

এক প্রান্তে লড়াই চালিয়ে ৫ চার ও ২ ছক্কায় ২৫ বলে ফিফটি তুলে নেন হ্যারি ব্রুক। তার বিদায়ের পর জেমি ওভারটন এবং আদিল রশিদ চেষ্টা চালিয়ে গেলেও সেটা জয় ছিনিয়ে নেয়ার জন্য যথেষ্ট ছিল না। ১৬৬ রানেই থামে ইংলিশদের ইনিংস।

নিউজটি শেয়ার করুন

পুনেতে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে সূর্যকুমার যাদবের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

একই ওভারে সানজু স্যামসন, তিলক ভার্মা এবং সুর্যকুমার যাদবকে ফিরিয়েছেন সাকিব মাহমুদ। ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া এবং শিভম দুবের ৮৭ রানের জুটিতেই ১৮১ রানের বড় সংগ্রহের ভিত পায় ভারত। দুই ব্যাটারই করেন ৫৩ রান।

জবাব দিতে নেমে দুই ইংলিশ ওপেনার মিলে পাওয়ারপ্লেতে যোগ করেন ৬২ রান। পাওয়ারপ্লের শেষ বলে আউট হন বেন ডাকেট। এই উইকেটের পর থেকেই ইংল্যান্ডের পতন শুরু।

এক প্রান্তে লড়াই চালিয়ে ৫ চার ও ২ ছক্কায় ২৫ বলে ফিফটি তুলে নেন হ্যারি ব্রুক। তার বিদায়ের পর জেমি ওভারটন এবং আদিল রশিদ চেষ্টা চালিয়ে গেলেও সেটা জয় ছিনিয়ে নেয়ার জন্য যথেষ্ট ছিল না। ১৬৬ রানেই থামে ইংলিশদের ইনিংস।