ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রায় ৩৮ শ কোটি টাকার প্রস্তাবেও টলানো গেল না তাঁকে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াল মাদ্রিদে নজর পড়েছে সৌদি আরবের। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমারা এখনো আছেন, কিন্তু নেইমার মাত্রই ঘোষণা দিয়েছেন সৌদি প্রো লিগ ছেড়ে দেশে ফেরার। আর এ কারণে ব্রাজিলিয়ান এক তারকাকে সৌদি আরবে টানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। এতদিন ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েই গুঞ্জন বেশি শোনা গেছে, গতকাল খবর ছড়িয়ে পড়েছে তাঁর সতীর্থ রদ্রিগোকে নিয়েও।

স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি উঠেছে, রদ্রিগোর জন্য ৩০ কোটি ইউরো দিতে চেয়েছিল আল-হিলাল। কিন্তু বাংলাদেশি মূল্যমানে ৩ হাজার ৭৯৫ কোটি টাকার এই প্রস্তাবেও রাজি হয়নি মাদ্রিদ। সৌদি প্রো লিগে মূলত সেরা সময় পেরিয়ে যাওয়া মহাতারকারাই ভিড় করছেন। সেরা সময়ে আছেন এমন যে কজন গিয়েছেন, তাদের তারকা বলার সুযোগ নেই। তবে ২০২৩ এর মাঝামাঝি ৯ কোটি ইউরোতে নেইমারকে দলে টেনে বড় চমক জাগিয়েছিল আল-হিলাল।

কারণ, একে তো সমর্থকের দিক থেকে লিওনেল মেসি ও রোনালদোর পরই আছেন নেইমার। দ্বিতীয়ত, সদ্য ত্রিশে পা রেখেছিলেন ব্রাজিল তারকা। কিন্তু দেড় বছরে মাত্র ৭ ম্যাচ খেলে চোটাগ্রস্ত নেইমার অবশেষে বিদায় নিয়েছেন। আর সে শূন্যস্থান পূরণে ব্রাজিলেরই এই প্রজন্মের সেরাদের কাউকে চাইছে আল-হিলাল।

সৌদি প্রো লিগ এতদিন ভিনিসিয়ুস জুনিয়রের প্রতিই আগ্রহ দেখিয়েছে। সর্বশেষ বালন দ’র পুরস্কারে দ্বিতীয় এবং ফিফা দ্য বেস্ট জয়ী ব্রাজিলিয়ান উইঙ্গার সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন, বর্ণবাদ নিয়ে উচ্চকণ্ঠ এবং ব্র্যান্ডগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ নাম। কিন্তু ১০০ কোটি ইউরোর রিলিজ ক্লজের এই তারকাকে মাদ্রিদ থেকে নেওয়ার সম্ভাবনা খুব কম।

দলে কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ার পরও লেফট উইংয়ে ভিনিসিয়ুস খেলছেন, অথচ এমবাপ্পেরও পছন্দের পজিশন এটি। মাদ্রিদের পরিকল্পনায় কে বেশি গুরুত্বপূর্ণ সেটি এ থেকেই স্পষ্ট।

তবে রদ্রিগোর বেলায় সেটা বলার উপায় নেই। ভিনিসিয়ুসের চেয়ে ছয়মাসের ছোট এই ব্রাজিলিয়ানের পরিস্থিতি প্রায় ভিন্ন। প্রায় একই মূল্যে দুজনকে কেনা হলেও দুজনের ক্যারিয়ার গ্রাফ ভিন্ন। ভিনিসিয়ুস আগে যোগ দেওয়ায় পছন্দের লেফট উইং পজিশন নিজের করে নিতে পেরেছেন। ওদিকে রদ্রিগো খেলতে হয় রাইট উইং পজিশনে। এমবাপ্পে যোগ দেওয়ায় নিয়মিত একাদশে থাকাটাও নিশ্চিত না তাঁর। অথচ প্রতিভায় ভিনিসিয়ুস বা এমবাপ্পের চেয়ে তাঁকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই।

আল-হিলাল এ সুযোগটাই নিতে চেয়েছিল। স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতোতে দাবি করা হয়েছে, রদ্রিগোর জন্য ৩০ কোটি ইউরো প্রস্তাব দিয়েছিল সৌদি চ্যাম্পিয়নরা। এবং খেলোয়াড় যেন এই প্রস্তাবে রাজি হয় সেটা নিশ্চিত করতে বাৎসরিক ১৪ কোটি ইউরো দিতে চেয়েছিল। মাদ্রিদে রদ্রিগো এর পাঁচভাগেরও কম বেতন পান। সৌদি প্রো লিগ বা বিশ্বে শুধু রোনালদোই (২০কোটি) রদ্রিগোর চেয়ে বেশি বেতন পেতেন তখন। কিন্তু রদ্রিগো এই প্রস্তাবে রাজি হননি।

মাদ্রিদে তারকাখ্যাতিতে ভিনিসিয়ুস, এমবাপ্পে বা মিডফিল্ডার জুড বেলিংহামের চেয়ে পিছিয়ে থাকলেও মাঠে প্রায় সমান অবদান রদ্রিগোর। গত দেড় মাসে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। সর্বশেষ দুই চ্যাম্পিয়নস লিগ ম্যাচে চার গোল করেছেন। লা লিগায় পাঁচ ম্যাচে আট গোলের সঙ্গে নাম আছে।

এমন পরিস্থিতিতে রদ্রিগোর জন্য প্রস্তাব আসা নিয়ে মুখ খুলতে হয়েছে কোচ কার্লো আনচেলত্তিকে, ‘খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলা কঠিন, কারণ এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি শুধু চেষ্টা করি ওদের খুশি রাখা, যেন ওরা থাকতে চায়। একজন কী ভাবছে তা বলা কঠিন। নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলাই কঠিন, অন্যদের কথা কী বলব।’

এদিকে সৌদি প্রস্তাব নিয়ে নিয়মিতই ভাবতে হতে পারে মাদ্রিদকে। ভিনিসিয়ুসকে বাৎসরিক ২০ কোটি ইউরো বেতনের প্রস্তাব দিয়ে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রায় ৩৮ শ কোটি টাকার প্রস্তাবেও টলানো গেল না তাঁকে

আপডেট সময় : ০১:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

রিয়াল মাদ্রিদে নজর পড়েছে সৌদি আরবের। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমারা এখনো আছেন, কিন্তু নেইমার মাত্রই ঘোষণা দিয়েছেন সৌদি প্রো লিগ ছেড়ে দেশে ফেরার। আর এ কারণে ব্রাজিলিয়ান এক তারকাকে সৌদি আরবে টানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। এতদিন ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েই গুঞ্জন বেশি শোনা গেছে, গতকাল খবর ছড়িয়ে পড়েছে তাঁর সতীর্থ রদ্রিগোকে নিয়েও।

স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি উঠেছে, রদ্রিগোর জন্য ৩০ কোটি ইউরো দিতে চেয়েছিল আল-হিলাল। কিন্তু বাংলাদেশি মূল্যমানে ৩ হাজার ৭৯৫ কোটি টাকার এই প্রস্তাবেও রাজি হয়নি মাদ্রিদ। সৌদি প্রো লিগে মূলত সেরা সময় পেরিয়ে যাওয়া মহাতারকারাই ভিড় করছেন। সেরা সময়ে আছেন এমন যে কজন গিয়েছেন, তাদের তারকা বলার সুযোগ নেই। তবে ২০২৩ এর মাঝামাঝি ৯ কোটি ইউরোতে নেইমারকে দলে টেনে বড় চমক জাগিয়েছিল আল-হিলাল।

কারণ, একে তো সমর্থকের দিক থেকে লিওনেল মেসি ও রোনালদোর পরই আছেন নেইমার। দ্বিতীয়ত, সদ্য ত্রিশে পা রেখেছিলেন ব্রাজিল তারকা। কিন্তু দেড় বছরে মাত্র ৭ ম্যাচ খেলে চোটাগ্রস্ত নেইমার অবশেষে বিদায় নিয়েছেন। আর সে শূন্যস্থান পূরণে ব্রাজিলেরই এই প্রজন্মের সেরাদের কাউকে চাইছে আল-হিলাল।

সৌদি প্রো লিগ এতদিন ভিনিসিয়ুস জুনিয়রের প্রতিই আগ্রহ দেখিয়েছে। সর্বশেষ বালন দ’র পুরস্কারে দ্বিতীয় এবং ফিফা দ্য বেস্ট জয়ী ব্রাজিলিয়ান উইঙ্গার সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন, বর্ণবাদ নিয়ে উচ্চকণ্ঠ এবং ব্র্যান্ডগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ নাম। কিন্তু ১০০ কোটি ইউরোর রিলিজ ক্লজের এই তারকাকে মাদ্রিদ থেকে নেওয়ার সম্ভাবনা খুব কম।

দলে কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ার পরও লেফট উইংয়ে ভিনিসিয়ুস খেলছেন, অথচ এমবাপ্পেরও পছন্দের পজিশন এটি। মাদ্রিদের পরিকল্পনায় কে বেশি গুরুত্বপূর্ণ সেটি এ থেকেই স্পষ্ট।

তবে রদ্রিগোর বেলায় সেটা বলার উপায় নেই। ভিনিসিয়ুসের চেয়ে ছয়মাসের ছোট এই ব্রাজিলিয়ানের পরিস্থিতি প্রায় ভিন্ন। প্রায় একই মূল্যে দুজনকে কেনা হলেও দুজনের ক্যারিয়ার গ্রাফ ভিন্ন। ভিনিসিয়ুস আগে যোগ দেওয়ায় পছন্দের লেফট উইং পজিশন নিজের করে নিতে পেরেছেন। ওদিকে রদ্রিগো খেলতে হয় রাইট উইং পজিশনে। এমবাপ্পে যোগ দেওয়ায় নিয়মিত একাদশে থাকাটাও নিশ্চিত না তাঁর। অথচ প্রতিভায় ভিনিসিয়ুস বা এমবাপ্পের চেয়ে তাঁকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই।

আল-হিলাল এ সুযোগটাই নিতে চেয়েছিল। স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতোতে দাবি করা হয়েছে, রদ্রিগোর জন্য ৩০ কোটি ইউরো প্রস্তাব দিয়েছিল সৌদি চ্যাম্পিয়নরা। এবং খেলোয়াড় যেন এই প্রস্তাবে রাজি হয় সেটা নিশ্চিত করতে বাৎসরিক ১৪ কোটি ইউরো দিতে চেয়েছিল। মাদ্রিদে রদ্রিগো এর পাঁচভাগেরও কম বেতন পান। সৌদি প্রো লিগ বা বিশ্বে শুধু রোনালদোই (২০কোটি) রদ্রিগোর চেয়ে বেশি বেতন পেতেন তখন। কিন্তু রদ্রিগো এই প্রস্তাবে রাজি হননি।

মাদ্রিদে তারকাখ্যাতিতে ভিনিসিয়ুস, এমবাপ্পে বা মিডফিল্ডার জুড বেলিংহামের চেয়ে পিছিয়ে থাকলেও মাঠে প্রায় সমান অবদান রদ্রিগোর। গত দেড় মাসে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। সর্বশেষ দুই চ্যাম্পিয়নস লিগ ম্যাচে চার গোল করেছেন। লা লিগায় পাঁচ ম্যাচে আট গোলের সঙ্গে নাম আছে।

এমন পরিস্থিতিতে রদ্রিগোর জন্য প্রস্তাব আসা নিয়ে মুখ খুলতে হয়েছে কোচ কার্লো আনচেলত্তিকে, ‘খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলা কঠিন, কারণ এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি শুধু চেষ্টা করি ওদের খুশি রাখা, যেন ওরা থাকতে চায়। একজন কী ভাবছে তা বলা কঠিন। নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলাই কঠিন, অন্যদের কথা কী বলব।’

এদিকে সৌদি প্রস্তাব নিয়ে নিয়মিতই ভাবতে হতে পারে মাদ্রিদকে। ভিনিসিয়ুসকে বাৎসরিক ২০ কোটি ইউরো বেতনের প্রস্তাব দিয়ে রাখা হয়েছে।