ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গণগত্যার বিচার করতে হবে : জামায়াত আমীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ‍্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে। যাদের গুম করা হয়েছিল এবং এখনো যারা গুম রয়েছেন সেসব অপরাধের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারকাজ আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নেই। তবে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে খুনের বিচারে কোনো আপস নয়, প্রতিটা খুনের বিচার হতে হবে। আমরা ন‍্যায় বিচার চাই, বৈষম্য চাই না।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে আমীর বলেন, সারাদেশে কতজন খুন হয়েছেন তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। কেমনে পাওয়া যাবে, সেদিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে হত্যাকান্ড চালিয়েছে, মানুষকে মেরে পুড়িয়ে ছাঁই করে দিয়েছে তাদের হিসাব মিলবে কেমনে। এখনো হাসপাতালে ৩৪ হাজারের বেশি মানুষ পঙ্গু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

জামায়াতে আমীর বলেন, আমাদের দলে টেন্ডারবাজি নেই, চাঁদাবাজি-লুটপাট নেই। আমরা একটি শান্তিপ্রিয় দলের নেতাকর্মী। যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে তাদের এই দেশে কোনোদিন ঠাঁই হবে না বলেন ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সুনামগঞ্জ জেলা জামায়াতে আমীর মাও. তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কমিটির সা্ংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য সেলিম উদ্দিন, সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি শাহীন আহমদ, মৌলভীবাজার জেলা জামায়াতে আমীর সায়েদ আলী, সিলেট জেলা জামায়াতে আমীর মাও.হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে আমীর মকলিছুর রহমান, সুনামগঞ্জের জামায়াতে আমীর মোমতাজুল হাসান আবেদ, সিনিয়র নায়েবে আমীর অ্যাডভোকেট শামসুদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

গণগত্যার বিচার করতে হবে : জামায়াত আমীর

আপডেট সময় : ০৪:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ‍্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে। যাদের গুম করা হয়েছিল এবং এখনো যারা গুম রয়েছেন সেসব অপরাধের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারকাজ আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নেই। তবে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে খুনের বিচারে কোনো আপস নয়, প্রতিটা খুনের বিচার হতে হবে। আমরা ন‍্যায় বিচার চাই, বৈষম্য চাই না।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে আমীর বলেন, সারাদেশে কতজন খুন হয়েছেন তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। কেমনে পাওয়া যাবে, সেদিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে হত্যাকান্ড চালিয়েছে, মানুষকে মেরে পুড়িয়ে ছাঁই করে দিয়েছে তাদের হিসাব মিলবে কেমনে। এখনো হাসপাতালে ৩৪ হাজারের বেশি মানুষ পঙ্গু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

জামায়াতে আমীর বলেন, আমাদের দলে টেন্ডারবাজি নেই, চাঁদাবাজি-লুটপাট নেই। আমরা একটি শান্তিপ্রিয় দলের নেতাকর্মী। যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে তাদের এই দেশে কোনোদিন ঠাঁই হবে না বলেন ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সুনামগঞ্জ জেলা জামায়াতে আমীর মাও. তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কমিটির সা্ংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য সেলিম উদ্দিন, সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি শাহীন আহমদ, মৌলভীবাজার জেলা জামায়াতে আমীর সায়েদ আলী, সিলেট জেলা জামায়াতে আমীর মাও.হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে আমীর মকলিছুর রহমান, সুনামগঞ্জের জামায়াতে আমীর মোমতাজুল হাসান আবেদ, সিনিয়র নায়েবে আমীর অ্যাডভোকেট শামসুদ্দিন প্রমুখ।