ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিয়ের আগেই মা হলেন শার্লিন চোপড়া?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিনি সবসময়েই থাকেন চর্চার কেন্দ্রবিন্দুতে। তিনি বাড়ি থেকে বেরোলেই ফটোশিকারিদের ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। আর এবার আরও এক নতুন চমক নিয়ে হাজির বলিউড তারকা শার্লিন চোপড়া!

সদ্য শার্লিন প্রকাশ্যে এসেছেন, কোলে একরত্তি এক শিশুকন্যাকে নিয়ে। ফটোশিকারীরা হঠাৎ তাঁর কোলে শিশু দেখে অবাক। শার্লিন বিবাহিত নন। তাহলে এই শিশু কার?

রহস্য করে শার্লিন জানান, কে বলেছে আমি মা হতে পারব না? ওকে পেয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’

শার্লিনকে যখন প্রশ্ন করা হয় এই কন্যাসন্তান কে? শার্লিন একরত্তিতে আদর করে উত্তর দেন, ‘২১ শতকে মা হওয়ার জন্য বিয়ে করার দরকার হয় নাকি? কেউ যদি সন্তান দত্তক নেন? যেমন নিয়েছেন সুস্মিতা সেন? তিনি তো বিয়ে না করেই দুই কন্যার মা।’

শার্লিন এই একরত্তি কন্যাকে দত্তক নিয়েছেন, এই কথা স্পষ্ট না বলেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি। সঙ্গে জানান, কন্য়ার বয়স কয়েক মাস মাত্র। আর মেয়ে ঘরে আসার খুশিতে খুব শীঘ্রই তিনি পার্টি দেবেন।

শার্লিনের কন্যাসন্তান দত্তক নেওয়ার অবশ্য কারণ রয়েছে। তাঁর কিছু জটিল শারীরিক সমস্যা রয়েছে।

২০২১ সালে তিনি ‘অটো ইমিউন ডিজ়অর্ডার’-এর শিকার হন শার্লিন। এর ফলে তাঁর একটি কিডনি নষ্ট হয়ে যায়।

পাশাপাশি চিকিৎসকরা জানান, শার্লিন আর কখনও মা হতে পারবেন না। তখন থেকেই নাকি শার্লিন মনে মনে পরিকল্পনা করেন, তিনি সন্তান দত্তক নেবেন।

শার্লিনের সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। তাঁর কোল আলো করে রয়েছে এখন একরত্তি কন্যাসন্তান। তবে কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনেননি শার্লিন।

হঠাৎই তিনি পাপারাৎজিদের সামনে কন্যাসন্তানকে নিয়ে এসে চমকে দেন। সোশ্যাল মিডিয়ায় কন্যাসন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবিও ভাগ করে নিয়েছেন শার্লিন চোপড়া।

নিউজটি শেয়ার করুন

বিয়ের আগেই মা হলেন শার্লিন চোপড়া?

আপডেট সময় : ০১:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

তিনি সবসময়েই থাকেন চর্চার কেন্দ্রবিন্দুতে। তিনি বাড়ি থেকে বেরোলেই ফটোশিকারিদের ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। আর এবার আরও এক নতুন চমক নিয়ে হাজির বলিউড তারকা শার্লিন চোপড়া!

সদ্য শার্লিন প্রকাশ্যে এসেছেন, কোলে একরত্তি এক শিশুকন্যাকে নিয়ে। ফটোশিকারীরা হঠাৎ তাঁর কোলে শিশু দেখে অবাক। শার্লিন বিবাহিত নন। তাহলে এই শিশু কার?

রহস্য করে শার্লিন জানান, কে বলেছে আমি মা হতে পারব না? ওকে পেয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’

শার্লিনকে যখন প্রশ্ন করা হয় এই কন্যাসন্তান কে? শার্লিন একরত্তিতে আদর করে উত্তর দেন, ‘২১ শতকে মা হওয়ার জন্য বিয়ে করার দরকার হয় নাকি? কেউ যদি সন্তান দত্তক নেন? যেমন নিয়েছেন সুস্মিতা সেন? তিনি তো বিয়ে না করেই দুই কন্যার মা।’

শার্লিন এই একরত্তি কন্যাকে দত্তক নিয়েছেন, এই কথা স্পষ্ট না বলেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি। সঙ্গে জানান, কন্য়ার বয়স কয়েক মাস মাত্র। আর মেয়ে ঘরে আসার খুশিতে খুব শীঘ্রই তিনি পার্টি দেবেন।

শার্লিনের কন্যাসন্তান দত্তক নেওয়ার অবশ্য কারণ রয়েছে। তাঁর কিছু জটিল শারীরিক সমস্যা রয়েছে।

২০২১ সালে তিনি ‘অটো ইমিউন ডিজ়অর্ডার’-এর শিকার হন শার্লিন। এর ফলে তাঁর একটি কিডনি নষ্ট হয়ে যায়।

পাশাপাশি চিকিৎসকরা জানান, শার্লিন আর কখনও মা হতে পারবেন না। তখন থেকেই নাকি শার্লিন মনে মনে পরিকল্পনা করেন, তিনি সন্তান দত্তক নেবেন।

শার্লিনের সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। তাঁর কোল আলো করে রয়েছে এখন একরত্তি কন্যাসন্তান। তবে কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনেননি শার্লিন।

হঠাৎই তিনি পাপারাৎজিদের সামনে কন্যাসন্তানকে নিয়ে এসে চমকে দেন। সোশ্যাল মিডিয়ায় কন্যাসন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবিও ভাগ করে নিয়েছেন শার্লিন চোপড়া।