ঢাকার ১৯ খাল দখলমুক্ত করে প্রাণ ফিরিয়ে আনা হবে : রিজওয়ানা
- আপডেট সময় : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলতি বছর ঢাকার ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ সম্পন্ন হবে। খালগুলোতে মাছ ছেড়ে ও পাশে সবুজ বনায়ন করে প্রাণ ফিরিয়ে আনতে হবে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বাউনিয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে পানিসম্পদ উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আশা করি আমরা এই বর্ষার আগে আপাতত ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করতে সক্ষম হবো এবং খুব শিগগিরই আমরা আরও চারটি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করব। এছাড়া এই বর্ষার আগে বাকি আরও নয়টি খালের কাজ শুরু হবে। অর্থাৎ এ বছরের মধ্যেই ১৯টি খালের দখল ও দূষণমুক্তকরণের কাজ সম্পন্ন হবে।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমাদের এ কর্মসূচিকে কেন্দ্র করে আমরা এই ১৯টি খালকেন্দ্রিক মাস্টার প্ল্যান তৈরি করব। কোথায় কোথায় আমাদের সুনির্দিষ্ট আরও কিছু কাজ করতে হবে সেটা স্থির করে আগামী বাজেটকে সামনে রেখে আমরা কাজগুলো ঠিক করে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য আমরা অর্থের সংস্থান করতে পারব বলে আশা করি।’
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে, খালের যে পাড়টা আছে সেই পাড়ে আমরা চাষাবাদ করতে পারি কিনা। আমরা চাচ্ছি খালের পাড়গুলোতে আমরা সবুজ ফিরিয়ে আনতে পারি কিনা, আর খালের মধ্যে মাছ আনা যায় কিনা। সেটা আমরা কেমন করে ফিরিয়ে আনব, কেমন করে আমরা খালের প্রাণ ফিরিয়ে দেব সেই চেষ্টাটা করব।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমরা যখন খাল পুনরুদ্ধার করতে যাব, আমাদেরকে খালের কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে, আমরা জানি তখন হয়তো কিছু বাধা দেয়ার চেষ্টা করা হবে। তবে আমরা সম্মিলিতভাবে সে বাধা মোকাবিলা করব। খালে যেন পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারি এটা আমাদের প্রাথমিক টার্গেট।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ সচিব নাজমুল আহসান, পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান এবং সমাপনী বক্তব্য দেন স্থানীয় সরকার সচিব মো. নিজাম উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব মো. মাহমুদুল হাসান এবং খাল বিষয়ে তথ্য উপস্থাপন করেন ক্যাপ্টেন ফিদা হাসান।