ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৯১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রুপির মান ৬৭ পয়সা কমে ডলারের বিপরীতে এর মান ৮৭.২৯ এ দাঁড়িয়েছে। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ করায় বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দেয়ায় ভারতীয় রুপির ব্যাপক পতন ঘটেছে। খবর এনডিটিভি

ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, কানাডা, মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরো করে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের প্রথম পদক্ষেপ নিয়েছেন। দ্রুতই এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। তারা আরও জানান, বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদার ফলে ভারতীয় রূপির মান ক্রমাগত কমে যাচ্ছে।

শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৮৬.৬২। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে তিন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করায় যার প্রভাব পড়েছে ভারতীয় রুপির ওপর।

এদিকে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, সপ্তাহ শেষে ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫.৫৭৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬২৯.৫৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে গত সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে কিছুটা সংকট তৈরি হয়। ওই সপ্তাহে রিজার্ভ ১.৮৮৮ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়ে ছিল ৬২৩.৯৮৩ বিলিয়ন ডলারে।

নিউজটি শেয়ার করুন

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

আপডেট সময় : ০৩:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রুপির মান ৬৭ পয়সা কমে ডলারের বিপরীতে এর মান ৮৭.২৯ এ দাঁড়িয়েছে। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ করায় বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দেয়ায় ভারতীয় রুপির ব্যাপক পতন ঘটেছে। খবর এনডিটিভি

ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, কানাডা, মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরো করে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের প্রথম পদক্ষেপ নিয়েছেন। দ্রুতই এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। তারা আরও জানান, বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদার ফলে ভারতীয় রূপির মান ক্রমাগত কমে যাচ্ছে।

শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৮৬.৬২। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে তিন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করায় যার প্রভাব পড়েছে ভারতীয় রুপির ওপর।

এদিকে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, সপ্তাহ শেষে ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫.৫৭৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬২৯.৫৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে গত সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে কিছুটা সংকট তৈরি হয়। ওই সপ্তাহে রিজার্ভ ১.৮৮৮ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়ে ছিল ৬২৩.৯৮৩ বিলিয়ন ডলারে।