দিনাজপুরের বিরামপুরে লেভেলক্রসিং পার হওয়ার সময় আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পাথর বোঝাই ট্রাক। এ সময় নিহত হন ট্রাকের চালক ও সহকারী।
ভোররাতে হিলি-ঘোড়াঘাট লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লেভেলক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সাথে একতা এক্সপ্রেস ট্রেনটির সংঘর্ষ হয়।
মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যান চালকের সহকারী।
এজন্য গেটম্যানের অবহেলাকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে দুর্ঘটনার কারণে সড়ক পথে যানচলাচল বন্ধ হয়ে যায়।
রাস্তার দুই পাশে সৃষ্টি হয় ৭ কিলোমিটার যানজট।