যুক্তরাষ্ট্রে জোড়া বিমান দুর্ঘটনার সপ্তাহ না পেরোতেই আবার দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১০৯ আরোহী। স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ঘটে এ ঘটনা।
জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
এসময় আগুন ধরে যায় এয়ারবাস এ-থ্রি-ওয়ান-নাইন উড়োজাহাজটির ডানার নিচের অংশে। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করে নিরাপদে সরিয়ে নেয়া হয় আরোহীদের।
এদিকে, ওয়াশিংটনে হেলিকপ্টার-বিমান সংঘর্ষের চারদিনে নিহত ৬৭ আরোহীর মধ্যে ৫৫ জনের মরদেহ উদ্ধার ও শনাক্তের কাজ সম্পন্ন করেছে প্রশাসন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহতদের স্বজনরা। অন্যদিকে ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের দু'দিন পেরোলেও দুর্ঘটনার কারণ এখনও অজানা। অনুসন্ধান চলছে।