সৌদি যুবরাজের সঙ্গে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের সাক্ষাৎ
- আপডেট সময় : ০১:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে
দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সৌদিতে দেশটির যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আল-শারার। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। আল-শারার সঙ্গে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানিও রিয়াদ সফরে আছেন।
গত সপ্তাহে আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় নেতা হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন। এর আগে গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সিরিয়ার রাজধানী দামেস্কে শারার সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ডিসেম্বরে সিরিয়ার বাশার আল-আসাদকে সরকারকে উৎখাত করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। বিদ্রোহী গোষ্ঠীটি গত বুধবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল-শারার নাম ঘোষণা করে। আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান তাঁকে অভিনন্দন জানান।
সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আল-শারা ক্ষমতায় আসার পর থেকে আরব ও পশ্চিমা বিশ্বের নেতাদের কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।