জানুয়ারিতে রেমিট্যান্স এল ২১৯ কোটি ডলার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
গেল জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ডলার। সে হিসাবে টানা ছয়মাস ধরে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাচ্ছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগের বছরের একই সময়ের চেয়ে এ বছর জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বেশি এসেছে ২৩ দশমিক ৬১ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই–জানুয়ারি সময়ে প্রবাসীরা এক হাজার ৫৯৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৯১ কোটি ডলার।
গত ডিসেম্বরে কোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। সে সময় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২৬৪ কোটি ডলার। রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানিতে ভালো প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রাবাজার কিছুটা স্বস্তিতে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।