ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিদেশে মানবিক সহায়তা দেওয়া বন্ধ করবে না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৮১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসময় মানবিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘আমেরিকা ফার্স্ট’ (যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে) নীতি কার্যকর করার অংশ হিসেবে সহায়তা বন্ধের উদ্যোগ নেন ট্রাম্প। এতে তাৎক্ষণিকভাবে দেশটির কোটি কোটি ডলারের বৈশ্বিক সহায়তা প্রদান স্থগিত হয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় , জীবন রক্ষাকারী মানবিক সহায়তা, জীবন-রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সেবা, খাদ্য, আশ্রয় এবং এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তবে গর্ভপাত, পরিবার পরিকল্পনা সম্মেলন, প্রশাসনিক খরচ, ট্রান্সজেন্ডার সার্জারির সঙ্গে জড়িত কার্যকলাপের ক্ষেত্রে এ সহায়তা প্রযোজ্য হবে না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী তিন মাসে (বৈদিশিক সহায়তা কার্যক্রম স্থগিত করার ৯০ দিনের মেয়াদে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কার্যক্রম ‘চালিয়ে যাওয়া, সংশোধন করা কিংবা বন্ধ করার’ বিষয়টি পর্যালোচনা করবেন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

নিউজটি শেয়ার করুন

বিদেশে মানবিক সহায়তা দেওয়া বন্ধ করবে না আমেরিকা

আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসময় মানবিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘আমেরিকা ফার্স্ট’ (যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে) নীতি কার্যকর করার অংশ হিসেবে সহায়তা বন্ধের উদ্যোগ নেন ট্রাম্প। এতে তাৎক্ষণিকভাবে দেশটির কোটি কোটি ডলারের বৈশ্বিক সহায়তা প্রদান স্থগিত হয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় , জীবন রক্ষাকারী মানবিক সহায়তা, জীবন-রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সেবা, খাদ্য, আশ্রয় এবং এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তবে গর্ভপাত, পরিবার পরিকল্পনা সম্মেলন, প্রশাসনিক খরচ, ট্রান্সজেন্ডার সার্জারির সঙ্গে জড়িত কার্যকলাপের ক্ষেত্রে এ সহায়তা প্রযোজ্য হবে না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী তিন মাসে (বৈদিশিক সহায়তা কার্যক্রম স্থগিত করার ৯০ দিনের মেয়াদে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কার্যক্রম ‘চালিয়ে যাওয়া, সংশোধন করা কিংবা বন্ধ করার’ বিষয়টি পর্যালোচনা করবেন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।