ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শুল্কের কারণে ভোগান্তি বাড়বে আমেরিকানদের, সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের ওপর শুল্ক চাপিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। ফলে অর্থনৈতিক দিক থেকে মার্কিনিরা দুর্ভোগে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম ট্রুথ স্যোশালে রোববার ট্রাম্প লেখেন, ‘কিছু কষ্ট কী হবে? হ্যাঁ হতে পারে (আবার নাও হতে পারে)। তবে আজকের এই ত্যাগ ভবিষ্যতে কাঙ্খিত ফল বয়ে আনবে এবং আমেরিকা আবার মহান হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কানাডা, মেক্সিকো এবং চীনের মতো কিছু দেশ বাণিজ্য, অপরাধ এবং মাদক পাচারের দিক দিয়ে দশকের পর দশক ধরে আমেরিকাকে খুবলে খাচ্ছে। সেইসব দিন এখন শেষ হয়েছে।’

কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ ও চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী আসায় এবং প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কানাডা ও মেক্সিকো অবৈধ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিক্রিয়ায় এই শুল্ক আরোপ করা হয়েছে। ওই মাদকের কারণে কোটির বেশি আমেরিকানের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রও উল্টো ফল ভুগতে পারে। ট্রাম্প যে হারে শুল্ক আরোপ করেছেন, তার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা এবং মেক্সিকো।

শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো। আর চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা। মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন ডলার মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মেক্সিকে। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপসহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীনও। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন।

নিউজটি শেয়ার করুন

শুল্কের কারণে ভোগান্তি বাড়বে আমেরিকানদের, সতর্ক করলেন ট্রাম্প

আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের ওপর শুল্ক চাপিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। ফলে অর্থনৈতিক দিক থেকে মার্কিনিরা দুর্ভোগে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম ট্রুথ স্যোশালে রোববার ট্রাম্প লেখেন, ‘কিছু কষ্ট কী হবে? হ্যাঁ হতে পারে (আবার নাও হতে পারে)। তবে আজকের এই ত্যাগ ভবিষ্যতে কাঙ্খিত ফল বয়ে আনবে এবং আমেরিকা আবার মহান হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কানাডা, মেক্সিকো এবং চীনের মতো কিছু দেশ বাণিজ্য, অপরাধ এবং মাদক পাচারের দিক দিয়ে দশকের পর দশক ধরে আমেরিকাকে খুবলে খাচ্ছে। সেইসব দিন এখন শেষ হয়েছে।’

কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ ও চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী আসায় এবং প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কানাডা ও মেক্সিকো অবৈধ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিক্রিয়ায় এই শুল্ক আরোপ করা হয়েছে। ওই মাদকের কারণে কোটির বেশি আমেরিকানের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রও উল্টো ফল ভুগতে পারে। ট্রাম্প যে হারে শুল্ক আরোপ করেছেন, তার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যেও একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা এবং মেক্সিকো।

শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো। আর চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা। মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন ডলার মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে।’

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মেক্সিকে। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপসহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীনও। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন।