সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে নিহত ৬৫
![](https://71newsbd.com/wp-content/uploads/2023/09/cropped-71_new_logo-1.png)
- আপডেট সময় : ০১:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
![](https://71newsbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সুদানে চলমান গৃহযুদ্ধে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার সংঘাতে প্রাণ যাচ্ছে বহু মানুষের। সবশেষ গতকাল সোমবার দক্ষিণ ও পশ্চিম সুদানে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৩০ জনের বেশি মানুষ।
ফরাসী বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির সাউথ কারদোফান প্রদেশের রাজধানী কাদুগলিতে কামানের গোলায় অন্তত ৪০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। আর সাউথ দারফুরের রাজধানী নিয়ালায় সামরিক বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে।
সুদান সেনাবাহিনী নিয়ন্ত্রিত সাউথ কারদোফান আক্রমণের ঘটনায় আবদেল আজিজ আল-হিলুর নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের (এসপিএলএম-এন) একটি দলকে দায়ী করেছেন গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কাদুগলিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলার উদ্দেশ্য হচ্ছে এলাকাটিকে অস্থিতিশীল করা।’
সুদান ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাতে জর্জরিত হয়েছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।
অপরদিকে দারফুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলে সাউথ দারফুরের রাজধানী নিয়ালায় সামরিক বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে। নর্থ দারফুরের অবরুদ্ধ রাজধানী এল-ফাশার থেকে ১৯৫ কিলোমিটার দূরে অবস্থিত নিয়ালাসহ দারফুরের বেশিরভাগ অংশে আধাসামরিক আরএসএফের নিয়ন্ত্রণ রয়েছে।
এর আগে গত শনিবার রাজধানী খার্তুমের অংশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওমদুরমানের একটি ব্যস্ত বাজারে আরএসএফের হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়। এ ছাড়া আহত হয় দেড় শতাধিক মানুষ।