জনপ্রশাসন সংস্কারে সরকারের কাছে শতাধিক সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। আসন্ন সংস্কার সংক্রান্ত প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হবে বলেও জানান তিনি। এ ছাড়া আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল মুয়ীদ চৌধুরী তথ্যটি জানান।
কমিশন প্রধান জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি আব্দুল মুয়ীদ চৌধুরী।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে। এখন এর বাইরে আমি কিছু জানাতে পারব না। আমরা যে সুপারিশগুলো করেছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব। অসম্ভব কিছু হলে তো আমরা সেগুলো সুপারিশ করতাম না। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি-না সেটা তো এখন সরকার বুঝবে।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস-উর-রহমান বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেওয়া হবে, সবাই জানবেন। জমা দেওয়ার পরে সবাই জানুক এতে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে গত বছরের ৩ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরই গুরুত্ব দেয় রাষ্ট্র সংস্কারে। এরপর অক্টোবরের শুরুতে গঠন কর হয ছয় সংস্কার কমিশন। গেল ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন ৩১ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিল।