৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার নিবন্ধনের জন্য তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় সোয়া ১৫ লাখ। ভোটারদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে।
আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ কর্মসূচি। ইসি সচিবালয়ে গণমাধ্যমকে এ বিষয়ে আজ বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ভোটারদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। এবার ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ। নতুন ভোটার ১ দশমিক ৪৫ হারে বেড়েছে এবং মোট বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এবার মৃত ভোটার বাদ পড়েছে ১৫ লাখ ২৩ হাজার।
যারা এই প্রক্রিয়ায় বাদ পড়েছেন তারা স্থানীয়ভাবে সরাসরি রেজিস্ট্রেশন বা ইসিতে ও অনলাইন রেজিস্ট্রেশন মাধ্যমে অন্তর্ভুক্ত হতে পারবেন বলে জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদ।