পাচারের অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ১১:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের সঙ্গে জড়িত অলিগার্ক, ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে। যার একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে।’
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় ড. মুহাম্মদ ইউনূস কানাডার হাইকমিশনারকে বলেন, ‘আওয়ামী লীগ ও তার সহযোগীরা জনগণের টাকা চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছে। এই সম্পদ উদ্ধারে কানাডার সহায়তা দরকার।’
হাইকমিশনার অজিত সিং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগকে সহায়তা করার আশ্বাস দেন।
তিনি উল্লেখ করেন, কানাডায় এমন একটি ‘ব্যবস্থা’ রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ সরকার যাদের শনাক্ত করবে তাদের কাছ থেকে পাচার হওয়া অর্থ জব্দ ও উদ্ধার সম্ভব।
এ সময় তিনি বলেন, ‘কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটিতে আরো বেশি বিনিয়োগ করতে আগ্রহী। বহু বাংলাদেশির কানাডায় বসবাস ও পড়াশোনার করে, এমনটা জানিয়ে কানাডাকে ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা।