সম্পত্তি দখল নিয়ে অবশেষে মুখ খুললেন পপি
![](https://71newsbd.com/wp-content/uploads/2023/09/cropped-71_new_logo-1.png)
- আপডেট সময় : ০১:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে
![](https://71newsbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সম্প্রতি চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে বাবার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে পপির বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বোন ফিরোজা বেগম। জিডি নং-২১০।
পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান পপি। এ ইস্যুতে নায়িকার বিরুদ্ধে তাঁর মা, ভাই ও বোনদের বিস্তর অভিযোগ। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন পপি ও তাঁর স্বামী। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
অবশেষে এবার মুখ খুললেন পপি। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনও পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।’
এ ছাড়া পপির বিরুদ্ধে পেশিশক্তি প্রয়োগ করে জমি দখলের অভিযোগ এনেছে তাঁর মা-বোন। তবে এই অভিযোগ অস্বীকার করে নায়িকা বলেন, ‘আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে।’
পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে —এ কথা জানিয়ে পপি বলেন, ‘এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা। আমার পরিবারের কেউ কখনও উপার্জন করে খায়নি। ৯৫ সালে আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।’
খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি ঘিরে এই পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। জিডির তথ্য অনুযায়ী, পপি তাঁর বাবার (আমির হোসেন) রেখে যাওয়া জমি একাই দখল করতে চান। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ খুলনার সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি এলাকায় উপস্থিত হন পপি। সেখানে গিয়ে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বাধা দিলে হুমকির মুখে পড়েন পপির মা ও বোনরা।
এ বিষয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘এ বয়সে আমি কোথায় যাব? মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর থেকে বদলে গেছে। গত ৫-৬ বছর ধরে তার স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বাবার জমি জোর করে দখল করতে চাইছে। পপির বাবা বেঁচে থাকতে সে পাঁচ কাঠা জমি নিজের নামে লিখিয়ে নেয়। তখন নায়ক আলমগীর বিষয়টি মীমাংসা করেছিলেন। এখন সে বাকি ছয় কাঠা জমি দখল করতে চাইছে। এই বয়সে আমরা কোথায় যাব?’
প্রসঙ্গত, পুরান ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে চুপিসারে বিয়ে করেন পপি। তাঁদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত। বিয়ের পর থেকেই তাঁকে আর চলচ্চিত্রে দেখা যায়নি। এ ছাড়া দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন। সম্প্রতি স্বামী ও সন্তান নিয়ে তাঁর একটি ছবি প্রকাশ্যে এসেছে।