সুমাইয়াকে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
- আপডেট সময় : ০১:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ এনেছেন জাতীয় দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারি ) রাতে এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, সুমাইয়াকে লক্ষ্য করে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।
বিবৃতিতে বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমায়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে। বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।’
বাফুফে আরও লিখেছে, ‘কোনো ক্রীড়াবিদকে নিজ দেশের প্রতিনিধিত্ব করার জন্য অপব্যবহারের সম্মুখীন হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্র“তিবদ্ধ।’
উল্লেখ্য, মঙ্গলবার সামাজিক মাধ্যমে করা এক পোস্টে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ আনেন সুমাইয়া। সম্প্রতি ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে জাতীয় দলের ১৮ জন ফুটবলার বিদ্রোহের ডাক দিয়েছেন। সেই বিদ্রোহী ফুটবলারদের একজন সুমাইয়া।
বিদ্রোহের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হতে হচ্ছে ফুটবলারদের অনেককে। যা হত্যা ও ধর্ষণের হুমকির পর্যায় পর্যন্তও গড়িয়েছে।