ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে।’ আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘উত্তরা পূর্ব থানায় হামলার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।’ এছাড়াও কথায় কথায় আন্দোলনের নামে সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে তাদের নিজ এলাকায় যেয়ে করার কথা জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের ছয়মাসে আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু কাজ করেছে তা জনগণ মূল্যায়ন করবে বলেও জানান উপদেষ্টা। একই অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামীদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশে আবেদন করা হয়েছে। পলাতক আসামীদের ফিরিয়ে আনতে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী কাছে সহায়তা চাওয়া হবে।’

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, ‘পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের গ্রেপ্তার করবে।’

নিউজটি শেয়ার করুন

থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে।’ আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘উত্তরা পূর্ব থানায় হামলার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।’ এছাড়াও কথায় কথায় আন্দোলনের নামে সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে তাদের নিজ এলাকায় যেয়ে করার কথা জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের ছয়মাসে আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু কাজ করেছে তা জনগণ মূল্যায়ন করবে বলেও জানান উপদেষ্টা। একই অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামীদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশে আবেদন করা হয়েছে। পলাতক আসামীদের ফিরিয়ে আনতে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী কাছে সহায়তা চাওয়া হবে।’

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, ‘পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের গ্রেপ্তার করবে।’