হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর ছাড়াও গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মামলার বিবরণে জানা জায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আদাবরের রিং রোডে একটি প্রতিবাদী মিছিল বের হয়। ওই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত গুলি চালালে নিহত হন রুবেল।
এ ঘটনায় গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোঁড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।